এবার রেসের ময়দানে সাইকেল রিক্সা, শুরু হচ্ছে সাইকেল রিক্সা রেসিং লিগ
ছোট দূরত্ব অতিক্রম করতে সাইকেল রিক্সা সাধারণ মানুষের বড় ভরসা। সওয়ারি নিয়ে রোজগারের আশায় ছুটে চলা সেই সাইকেল রিক্সা এবার ছুটবে রেসের ময়দানে।
সাইকেল রেস তো ভারতের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে। বিশ্বের অন্যতম ক্রীড়া তালিকায় সাইকেল রয়েছে। কিন্তু সাইকেল রিক্সা রয়ে গেছে সওয়ারি নিয়ে ছুটে চলার জন্য। এবার সেই সাইকেল রিক্সাকে নিয়ে ভাবনা চিন্তা করল একটি ক্রীড়া সরঞ্জাম সংস্থা।
আগামী জুন মাসে তারা শুরু করছে একটি সাইকেল রিক্সা রেসিং লিগ। সেখানে ছুটবে নানা সাইকেল রিক্সা। প্রতিযোগিতা হবে।
এজন্য ক্রীড়া সরঞ্জামের উন্নতকরণে যুক্ত ইঞ্জিনিয়ারদের সাইকেল রিক্সার ছোটার ক্ষমতা বৃদ্ধিতে ও সাইকেল রিক্সার উন্নতিতে কী করা যায় তা ভাবতে বলেছে। যিনি সবচেয়ে উন্নত একটি সাইকেল রিক্সা উপহার দিতে পারবেন তাঁকে ১০ হাজার টাকা পুরস্কারও দেওয়া হবে।
এই উন্নত সাইকেল রিক্সা অংশ নেবে সাইকেল রিক্সার রেসে। লিগ পদ্ধতিতে এই রেস হবে। আপাতত এই প্রতিযোগিতা তামিলনাড়ুতে শুরু হবে।
তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি এক সময় হাতে টানা রিক্সা রাজ্যে বন্ধ করেন। সকলে সমান এই ভাবনার কথা জানিয়ে চালু করেন সাইকেল রিক্সা।
তাই করুণানিধিকে সম্মান জানিয়েই এই সাইকেল রিক্সা প্রতিযোগিতা শুরু করতে চলেছে কেরালার ক্রীড়া সরঞ্জাম সংস্থাটি। সংস্থা জানিয়েছে যেদিন প্রতিযোগিতা থাকবে সেদিন প্রতিযোগিতায় অংশ নেবেন রিক্সাচালক।
অন্য দিন তিনি রোজগারের জন্য ওই সাইকেল রিক্সা ব্যবহার করবেন। তবে এই প্রতিযোগিতাকে সামনে রেখে সাইকেল রিক্সা আরও উন্নত চেহারা পাবে বলেও মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা