বিশেষ ওজোনে এবার জীবাণুমুক্ত হবে মেট্রোর কামরা
মেট্রো রেলের কামরা সাফ করার জন্য এবার এক বিশেষ পদ্ধতি শুরু হচ্ছে। কলকাতা সহ ভারতের বিভিন্ন কোণায় রয়েছে মেট্রো পরিষেবা। তারই একটিতে আপাতত শুরু হচ্ছে।
মেট্রোয় সারাদিনে কত মানুষই তো যাতায়াত করেন। ফলে সেখানে জীবাণুর প্রাদুর্ভাব অস্বাভাবিক নয়। যা অন্য মানুষকে আক্রান্ত করতে পারে।
শুধু মেট্রো বলে নয়, সব ধরনের যাত্রী পরিবহণেই এই সম্ভাবনা থেকে যায়। হায়দরাবাদের মেট্রো কর্তৃপক্ষ এবার তাই বর্তমান পরিস্থিতিতে এক নতুন জীবাণুনাশের রাস্তায় হাঁটা শুরু করল। তারা বিশেষ ওজোন জীবাণুমুক্তকরণের রাস্তা নিয়েছে। যা ভারতীয় মেট্রোয় এই প্রথম।
ওজোন হল এক ধরনের নীল গ্যাস যা সাধারণ বাতাসের চেয়ে ভারী হয়ে থাকে। ঘনত্ব সাধারণ বাতাসের চেয়ে বেশি ওজোনের।
এই গ্যাসের জীবাণু মারার ক্ষমতা বিপুল। মেট্রোর কামরাগুলি হায়দরাবাদে এই ওজোন গ্যাসের সাহায্যেই জীবাণুমুক্ত করা হবে।
জীবাণুমুক্ত হওয়ার জন্য এই সাফাই কাজ শেষ করার পর ৩০ মিনিট সময় দিতে হবে। তারপর ব্যবহার করা যাবে কামরাগুলি।
মানুষ কেবল যেখানে বসছেন বা হাত দিচ্ছেন সেখানটাই সাফ হবে না, সেইসঙ্গে সাফ হবে মেট্রোর কামরার মধ্যের বাতাসও।
এই ওজোন বিভিন্ন হাসপাতাল, কর্পোরেট অফিস, দোকান জীবাণুমুক্তকরণে ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন জায়গায় পানীয় জল জীবাণুমুক্ত করতেও এই ওজোন ব্যবহার করা হয়।
এখনও পর্যন্ত দেখা গেছে এই গ্যাসের প্রয়োগের পর জীবাণু শূন্য হয়ে যায় ওই অঞ্চল। গত ২ বছরে ওজোন টানেল তৈরি করে মানুষকেও তার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে বিভিন্ন জায়গায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা