মন কি বাত থেকে শুরু করে সাধারণ জনসভা, দেশ থেকে শুরু করে বিদেশ। যেখানেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন সেখানেই একফাঁকে স্বচ্ছ ভারত অভিযানের কথা বলেন। টিভিতে অমিতাভ বচ্চনকে দিয়ে বিজ্ঞাপন, খবরের কাগজে বিজ্ঞাপন। খরচ কম নয়। কেন্দ্রের সেই ড্রিম প্রোজেক্টের কিনা মুখ পোড়ালেন খোদ কেন্দ্রীয় মন্ত্রীই! ছবিটা ভাইরাল হতে কার্যতই অস্বস্তিতে কেন্দ্র। কী সেই ভাইরাল ছবি? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবিতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিং মোতিহারির কোনও এক জায়গায় গাড়ি থেকে নেমে একটি পাঁচিলের ধারে প্রস্রাব করছেন। আর তাঁকে পাহারা দিচ্ছেন বন্দুকধারী সুরক্ষাকর্মীরা। এভাবে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাবের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় কটাক্ষ। কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযান নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। যেখানে দেশের আমজনতাকে এভাবে শৌচকর্ম করতে মানা করা হচ্ছে, সেখানে খোদ মন্ত্রীর এমন কাজ কী শেখাবে, সে প্রশ্নও তুলেছেন অনেকে।