পুলিশকে দিশেহারা করে বাজারের থলিতে ট্রাফিক সিগনালের ব্যাটারি চুরি
২৩০টি ট্রাফিক সিগনালের ব্যাটারি চুরি করে নিশ্চিন্তে চম্পট দিয়েছিল স্বামী স্ত্রী। কিন্তু কীভাবে কী হচ্ছে তা বুঝেই উঠতে পারছিলনা পুলিশ। অবশেষে ফাঁদে পা দিল দম্পতি।
গত ২ বছরে গোটা দেশ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই সময় এক তরুণ দম্পতি এমন কাণ্ড করল যা পুলিশকেও দিশেহারা করে ছাড়ল।
পুলিশ বুঝেই উঠতে পারছিল না হচ্ছেটা কি! বিভিন্ন রাস্তায় ট্রাফিক সিগনাল আচমকা দেখা যাচ্ছিল কাজ বন্ধ করে দিয়েছে। কেন এমনটা হচ্ছে? কিছুই বুঝতে পারছিল না পুলিশ।
অবশেষে অনেক খতিয়ে দেখার পর তারা জানতে পারে ট্রাফিক সিগনাল কাজ করবেনা সেটাই স্বাভাবিক কারণ সেগুলির ব্যাটারি বেপাত্তা হয়ে গেছে।
পুলিশ বেঙ্গালুরু শহরের প্রায় ৩০০টি সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে। সেখানেই তারা নজর করে কাকভোরে প্রায় অন্ধকারে স্কুটারে করে এসে চুরিটা হচ্ছে।
এবার শুরু হয় যতজনের স্কুটার আছে তাদের খোঁজ। অবশেষে শহরের ৪ হাজার স্কুটার পরীক্ষা করে পুলিশ নাগাল পায় এক দম্পতির।
বছর ৩০-এর সিকন্দর ও তার স্ত্রী নাজমা এই চুরি চালিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। সিকন্দরের একটি চায়ের দোকান ছিল। যা পুলিশ বন্ধ করিয়ে দেয়।
তারপরই সে একদিন কাউকে কিছু না বলে একটি ট্রাফিক সিগনালের ব্যাটারি চুরি করে। প্রথম চুরি সফল হওয়ার পর পুরোটা সে তার স্ত্রী নাজমাকে জানায়। তারপর স্বামী স্ত্রী মিলে ২৩০টির ওপর ট্রাফিক সিগনাল ব্যাটারি ভ্যানিস করে দেয়।
১৮ কেজি ওজনের ব্যাটারি ১০০ টাকা কেজি দরে বিক্রি করে দিত তারা। পুলিশ জানাচ্ছে তাদের হিসাবে ২০ লক্ষ টাকার ব্যাটারি চুরি করেছে ওই দম্পতি। তাদের গ্রেফতার করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা