গাধা চুরির অভিযোগে গ্রেফতার রাজনৈতিক নেতা
যে গাধা নিয়ে বিক্ষোভে সুর চড়ালেন তিনি, সেই গাধাই তাঁর জন্য কাল হল। গাধা চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার হতে হল।
প্রতিবাদ কর্মসূচি পালন করতেই এক জায়গায় জমায়েতে করেছিলেন তাঁরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন কংগ্রেস নেতা। সঙ্গে ছিলেন কংগ্রেস কর্মী সমর্থকেরাও। সঙ্গে ছিল একটি গাধা।
মুখ্যমন্ত্রীর জন্মদিনে তাঁর বিরুদ্ধে সুর চড়িয়ে জমায়েত করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা কর্মীরা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের কংগ্রেস নেতা ভেঙ্গট বালমুর। সেখানে একটি গাধা তাঁদের সঙ্গে ছিল।
বৃহস্পতিবার এই বিক্ষোভ কর্মসূচির পর শুক্রবার কংগ্রেস নেতা ভেঙ্কটকে গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশ। তাঁর বিরুদ্ধে গাধা চুরি সহ ৪টি অভিযোগে মামলা দায়ের হয়েছে। ভেঙ্কটকে গ্রেফতার করলেও তাঁর সঙ্গে একই অভিযোগে অভিযুক্ত আরও ৬ জনকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
গাধা চুরি ছাড়াও ভেঙ্কট সহ আরও ৬ জনের বিরুদ্ধে পশুর সঙ্গে নৃশংসতা, বেআইনিভাবে জমায়েতের মামলা দায়ের হয়েছে। গত শুক্রবারই তেলেঙ্গানার করিমনগরের জাম্মিকুন্তা থানায় থাঙ্গুতুরি রাজকুমার নামে এক ব্যক্তি পুলিশের কাছে তাঁর গাধা চুরির অভিযোগ দায়ের করেন। তারপরই তদন্তে নেমে ভেঙ্কটকে গ্রেফতার করে পুলিশ।
পুরো ঘটনায় কেসিআর সরকারকে তুলোধোনা করেছে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস নেতা মনিক্কম ঠাকুর ট্যুইট করে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রীকে।
তাঁর দাবি, সাজানো মামলায় ফাঁসানো হয়েছে ভেঙ্কটকে। ক্ষমতার অপব্যবহার এমন পর্যায় পৌঁছেছে। মুখ্যমন্ত্রী কেসিআরকে রাজ্যের প্রথম হিটলার শাসক বলেও ব্যাখ্যা করেন মনিক্কম। বেআইনিভাবে ভেঙ্কটকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে সোচ্চার হয়েছেন রাজ্যের কংগ্রেস নেতারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা