দোকানের নিচে লুকোনো ঘরে মিলল প্রাচীন মূর্তি, দুষ্প্রাপ্য বৌদ্ধ পাণ্ডুলিপি
সামনে থেকে দেখলে আর পাঁচটা দোকানের মত একটা দোকান। কিন্তু তার নিচে যে এমন কাণ্ড চলছে তা কে জানত! অবশেষে সেই খবর পেলেন গোয়েন্দারা।
কোনও এক গোপন সূত্র থেকেই খবরটা এসে পৌঁছয় গোয়েন্দাদের কাছে। কারণ দোকানটা দেখে কিছুই বোঝার উপায় নেই। শহরের শত শত দোকানের মধ্যে সেটিও একটি।
গ্রাহকরা আসছেন যাচ্ছেন। সন্দেহ হওয়ার কোনও কারণই নেই। কিন্তু সেই দোকানের নিচে মাটির তলায় রয়েছে একটি লুকোনো ঘর। যার খবর পাওয়া সহজ নয়।
সেই ঘরেই রাখা ছিল ৩টি প্রাচীন মূর্তি। যার আন্তর্জাতিক বাজারে দাম অনেক। সেই সঙ্গে সেখানে লুকোনো ছিল বৌদ্ধ যুগের পাণ্ডুলিপি।
যার দামও আন্তর্জাতিক বাজারে ভাবনার অতীত। এএসআই কর্তাদের হিসাব বলছে ওই ৩টি মূর্তি ও পাণ্ডুলিপির দাম আন্তর্জাতিক বাজারে ১০ কোটি টাকার কম নয়।
গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে আচমকা দোকানটিতে হানা দেন। তারপর পৌঁছে যান দোকানের মাটির তলায় লুকোনো কক্ষে। সেখান থেকে উদ্ধার হয় ৩টি মূর্তি ও বৌদ্ধ পাণ্ডুলিপি।
দোকানের মালিক গোয়েন্দাদের জানিয়েছেন তাঁর এ বিষয়ে কিছু জানা নেই। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের এলারপেট এলাকায়। এএসআই মূর্তি ৩টি পরীক্ষা করে জানিয়েছে সেগুলি চোল সাম্রাজ্যের সময়কার। পরে মূর্তিগুলি কোনও মন্দিরে ছিল। সেখান থেকেই সম্ভবত চুরি করা হয়েছে। কোন মন্দিরে ছিল তা খুঁজে দেখা হচ্ছে।
ওই ৩টি মূর্তির মধ্যে একটি নটরাজ মূর্তি। এগুলি কে বা কারা এই দোকানের তলায় রাখার ব্যবস্থা করল, কি করা হত এগুলি নিয়ে বা এর সঙ্গে কোনও পাচারচক্র জড়িত কিনা সব খতিয়ে দেখছেন গোয়েন্দারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা