জিএসটি চালুর আগেই আমজনতার ঘাড়ে কোপ। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এদিন স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার ০.১ শতাংশ করে কমিয়ে দিল। ফলে পিপিএফ, এনএসসি, কিষাণ বিকাশ পত্র সবেতেই সুদ কমল। তাহলে কেমন দাঁড়াল নতুন সুদের হার? পিপিএফে এতদিন সুদ ছিল ৭.৯ শতাংশ, যা কমে হল ৭.৮ শতাংশ। কিষাণ বিকাশ পত্রে এতদিন সুদ ছিল ৭.৬ শতাংশ, তা কমে হল ৭.৫ শতাংশ। এনএসসিতে সুদ মিলত ৭.৯ শতাংশ, এখন থেকে ৭.৮ শতাংশেই সন্তুষ্ট থাকতে হবে গ্রাহককে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ কমে ৮.৪ শতাংশ থেকে দাঁড়াল ৮.৩ শতাংশে। এছাড়া মেয়াদি আমানতের ওপরও সুদ কমল। মেয়াদি আমানতে ৬.৯ শতাংশ সুদ কমে হল ৬.৮ শতাংশ। আগামী শনিবার থেকেই নতুন সুদের হার কার্যকর হচ্ছে। সব মিলিয়ে জিএসটিতে কী হবে তা বোঝা না গেলেও, স্বল্প সঞ্চয়ে আমজনতার ওপর কোপ বসিয়ে দিল কেন্দ্র।