বয়স্কদের বিনোদনে তৈরি হল ওষধি গাছে ভরা ১৯৮টি পঞ্চবটী পার্ক
বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে এবার গ্রামাঞ্চলকে পাখির চোখ করে তৈরি হল ১৯৮টি পার্ক। তবে সাধারণ পার্ক নয়। এই পার্কে রয়েছে ওষধি গাছের ভিড়।
গ্রামের বয়স্ক মানুষদের জন্য প্রাত্যহিক বিনোদনের প্রয়োজন। আবার তাঁদের সুস্বাস্থ্য ও সুস্থতার কথাও মাথায় রাখতে হবে। এই ২টি বিষয়কে একটি সরলরেখায় যুক্ত করে এবার তৈরি হল ১৯৮টি পঞ্চবটী পার্ক।
পঞ্চবটী নাম দেওয়া হলেও আসলে এখানে রয়েছে অগুন্তি ওষধি গাছ। যা সব বয়সের মানুষের জন্যই উপকারি। বয়স্ক মানুষদের জন্য তো বটেই।
এই ওষধি পার্ক বা বাগানে রয়েছে বিনোদনের যথেষ্ট বন্দোবস্ত। রয়েছে খেলার খোলা মাঠও। হিমাচল প্রদেশের গ্রামাঞ্চলে এই ১৯৮টি ওষধি পার্ক গড়ে তোলা হয়েছে।
২০২০ সালে হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর গ্রামোন্নয়নের কর্মসূচি ঘোষণা করেন। সেই উদ্যোগের আওতায় এই পার্কগুলি তৈরি হয়েছে।
এসব পার্ক সংরক্ষণ ও দেখভালের দায়িত্ব রয়েছে গ্রাম পঞ্চায়েতগুলির হাতে। যে গ্রাম পঞ্চায়েতের এলাকায় পার্ক তৈরি হয়েছে, সেই পার্ককে ঠিকঠাক করে রাখার দায়িত্বও সেই গ্রাম পঞ্চায়েতকে পালন করতে হচ্ছে।
এছাড়াও ২১৭টি আরও গ্রামাঞ্চল চিহ্নিত করা হয়েছে। সেখানেও তৈরি হবে এমন পার্ক। যেখানে বয়স্ক মানুষজন সুস্থ থাকার নানা উপায় খুঁজে পাবেন।
পার্কগুলিতে বিশেষ করে জোর দেওয়া হয়েছে ওষধি গাছে ভরিয়ে দেওয়ার ওপর। সব পার্কেই রয়েছে জগিং করার জায়গা। রয়েছে হাঁটার আলাদা পথ।
রয়েছে যোগ চর্চা ও ধ্যান করার বিশেষ বন্দোবস্ত। এছাড়াও রয়েছে নানা বিনোদনের উপকরণ। যা স্থানীয় বয়স্কদের একটা দারুণ সময় উপহার দিচ্ছে।