
সিবিএসই-র দশম শ্রেণির ফল ঘোষণা হল শনিবার। এবারে ছেলেদের চেয়ে মেয়েদের ফল ভাল। সবচেয়ে ভাল ফল করেছে তিরুবন্তপুরম। এই অঞ্চল থেকে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের পাশের হার ৯৯ শতাংশের কিছু বেশি। এদিকে গতবারের চেয়ে এবার পাশের হার কিছুটা কমেছে। ২০১৫ সালে যেখানে পাশের হার ছিল ৯৭ দশমিক ৩২ শতাংশ, সেখানে এবার পাশের হার দাঁড়িয়েছে ৯৬ দশমিক ২১ শতাংশ। সিবিএসই-র ফল প্রকাশে বিলম্ব নিয়ে দেশ জুড়ে ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক চাপ বাড়ছিল। এদিন সেই চিন্তা অনেকটাই দূর হওয়ায় খুশি তারা।