নেতার হেলিকপ্টারের হাওয়া বড়সড় ক্ষতি করে দিল স্কুলের
নেতার হেলিকপ্টারের হাওয়ায় বড় ক্ষতির মুখে পড়ল পড়াশোনার পীঠস্থান। এমন ঘটনায় কিছুটা অস্বস্তিতে পড়েছেন ওই নেতাও। প্রশ্ন উঠছে শিক্ষার পরিকাঠামো নিয়েও।
আশপাশ থেকে কর্মী সমর্থক তো বটেই এমনকি সাধারণ মানুষও ভিড় জমিয়েছিলেন। হেলিকপ্টারে আকাশ থেকে নেমে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ভাষণ দেবেন।
কিন্তু হেলিকপ্টার নিচে নামতেই অনেকে পালাতে শুরু করলেন। কারণটা হেলিকপ্টারের মাথায় ঘুরতে থাকা ব্লেড থেকে তৈরি হাওয়ার ধাক্কা।
কেউ মুখে কাপড় চাপা দিলেন হেলিকপ্টারের ডানা থেকে তৈরি হাওয়ার প্রবল দাপট সামাল দেওয়ার জন্য। কেউ পিঠের দিকে ঘুরে দাঁড়ালেন। কেউ ছুট লাগালেন। তো কেউ চোখ বন্ধ করে নিলেন। আর এর মধ্যেই আচমকা শোনা গেল হুড়মুড় শব্দ।
উত্তরপ্রদেশের বালিয়ার ফেফনা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতেই জেপি নাড্ডা হাজির হয়েছিলেন সেখানে। হেলিকপ্টার নামার জন্য তৈরি করা হয়েছিল একটি অস্থায়ী হেলিপ্যাডের।
সেখানে হেলিকপ্টার নামতে তার হাওয়ার ঝোড়ো ধাক্কায় হুড়মুড় করে ভেঙে পড়ে লাগোয়া স্কুলের পাঁচিল। ধসে যাওয়া পাঁচিলে নিমেষে তৈরি হয়ে যায় এক ধ্বংসস্তূপ। যা দেখে কার্যতই অস্বস্তিতে পড়েন বিজেপি নেতা, কর্মীরা।
এখানেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে স্কুলগুলির কতটা বেহাল দশা না হলে হেলিকপ্টারের হাওয়ার ধাক্কায় স্কুলের পাঁচিল ধসে যায়!
স্কুলগুলির পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গাঁথনি কতটা দুর্বল না হলে এমনটা ঘটে! পাঁচিল ভেঙে পড়লেও তাতে কারও কোনও ক্ষতি হয়নি। পাঁচিলের ধারে সে সময় কেউ ছিলেননা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা