সকলের সামনে কান ধরে ওঠবোস করলেন বিধায়ক
এমন দৃশ্য যে দেখতে হবে তা এলাকার মানুষও ভাবতে পারেননি। কিন্তু বাস্তবে সেটাই হল। আর যা হল তাতে চোখ ছানাবড়া হয়ে গেল স্থানীয় মানুষের।
বেশ চলছিল নির্বাচনী সভা। বহু মানুষ সামনে বসে শুনছিলেন নেতাদের বক্তব্য। ভোটের দিন সামনেই। তার আগে সব দলই প্রচারে ব্যস্ত। ব্যস্ত বিদায়ী বিধায়কও।
সেই নির্বাচনী জনসভায় মঞ্চে দাঁড়িয়ে এক আজব কাণ্ড ঘটালেন বিদায়ী বিধায়ক। মঞ্চে যেখানে বসেছিলেন সেখানেই উঠে দাঁড়ালেন তিনি। তারপর কান ধরে শুরু করলেন ওঠবোস করা।
প্রথমে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেননি মানুষজন। দাপুটে বিধায়ক এভাবে কান ধরে ওঠবোস করছেন। তাঁকে থামার জন্য বলতে থাকেন মঞ্চে থাকা অন্য নেতারা। অবশেষে থামেন তিনি। তারপর হাতজোড় করে মাথায় ঠেকিয়ে জনতাকে প্রণাম করেন।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রবার্টগঞ্জ বিধানসভা কেন্দ্রে। যেখানে বিজেপি বিধায়ক ভূপেশ চৌবে ফের নির্বাচনে দাঁড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ গত ৫ বছর এলাকার বিধায়ক হিসাবে তিনি প্রায় কোনও কাজই করেননি।
এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভও রয়েছে। এদিন তাই একদম অভিনব উপায়ে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন ভূপেশ চৌবে।
তিনি বলেন, তাঁর যদি কোনও ভুলত্রুটি হয়ে থাকে তাহলে স্থানীয় মানুষ যেন তাঁকে ক্ষমা করে দেন। তাঁকে আবার জিতিয়ে আনেন। মঞ্চের বাকি নেতারাও জনতাকে বোঝানোর চেষ্টা করেন ভূপেশের চেয়ে ভাল প্রার্থী ওই কেন্দ্রে নেই। তাই তাঁকেই জিতিয়ে আনতে।
তবে প্রচারের উর্ধ্বে উঠে এখন ভূপেশ চৌবের কান ধরে ওঠবোসই সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সত্যিই ভোট বড় বালাই! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা