National

আড়াই হাজার বছরের পুরনো মন্দিরের দরজা খুলে বাকরুদ্ধ পুরোহিত

মন্দিরটি আড়াই হাজার বছরের পুরনো। শিবের মন্দিরটি দেশের অন্যতম পরিচিত শিব মন্দিরের একটি। যার দরজা সকালে খুলতেই হাঁ হয়ে গেলেন পুরোহিত।

মঙ্গলবার শিবরাত্রি উপলক্ষে রয়েছে বিশেষ পুজো। সকাল থেকেই মন্দিরে ভক্ত সমাগম নজরকাড়া। মন্দিরের প্রধান পুরোহিত মন্দিরের দরজা নিজে হাতে খোলেন। মঙ্গলবার সকালেও তিনি দরজা খোলেন। তারপর শিবলিঙ্গের মাথার দিকে তাকাতেই কার্যত হতবাক হয়ে যান।

ভারতে যে ১ হাজার ৮টি প্রধান শিব মন্দির রয়েছে তার অন্যতম বীরুথাগিরেশ্বর শিবমন্দির। যে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আড়াই হাজার বছর আগে। অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মেরও প্রায় ৫০০ বছর আগে তৈরি হয় এই শিবমন্দির।


সেই মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে তার উপরে রয়েছে ৩টি সোনার কলস। প্রতিটি কলসের ওজন ৩০০ কেজির ওপর। এটা বোঝাই যাচ্ছে যে সেই ৩টি কলস কতটা বিশাল। তাও আবার নিখাদ সোনা দিয়ে তৈরি।

মঙ্গলবার সকালে মন্দিরের দরজা খুলে পুরোহিত দেখেন ওই ৩টি কলসই উধাও। মহাশিবরাত্রির দিনই চুরি হয়ে গেল প্রাচীন ৩টি সোনার কলস। যার মোট ওজন প্রায় ১ হাজার কেজি!


সেগুলি এতটাই ভারী এবং এতটাই উপরে ঝুলছিল যে তা নিতে গেলে চোরদের মই ছাড়া গতি নেই। দ্রুত পুলিশে খবর দিলে পুলিশ তদন্ত শুরু করে। মন্দিরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে। পুলিশরে দাবি সেই ফুটেজ থেকে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। যা তাদের চোরদের ধরতে সাহায্য করবে।

তামিলনাড়ুর কুড্ডালোর জেলার বৃন্দাচলমের প্রাচীন বীরুথাগিরেশ্বর শিবমন্দিরের এই ঘটনায় ভক্তদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button