আম নিয়ে আমজনতাকে হতাশ করল পূর্বাভাস
আমের সময় এল বলে। বসন্ত এসে যাওয়া মানেই আমগাছ মুকুলে ভরে ওঠা। কিন্তু এবার দেশে আমের ফলন নিয়ে চিন্তা থেকেই গেল। পূর্বাভাস তেমনই বলছে।
বসন্ত এসে গেছে। আমগাছে মুকুল ধরেছে। আর কটা দিন কাটলেই ছোট ছোট কাঁচা আম উঁকি দিবে গাছের ডালে ডালে। তারপর একে একে আমের নানা ধরনে বাজার ছেয়ে যাবে।
সেসব আমের স্বাদ ইতিমধ্যেই মনে পড়তে শুরু করেছে আমজনতার। কারণ গরমে ও বর্ষার কিছুটা সময়ে এ দেশের মানুষ মনের সুখের আমে মজে থাকেন।
এ বছরও একরাশ আশা নিয়ে বসে আছেন মানুষজন। কিন্তু আম নিয়ে আমজনতার জন্য সুখের খবর দিতে পারল না আম সম্বন্ধীয় পূর্বাভাস। এবার কিন্তু শীতই কাঁটা হল বেশ কয়েকটি আমের ধরনের।
বাংলায় যেমন হিমসাগরের জুড়ি নেই, তেমনই উত্তরপ্রদেশেও নানা ধরনের জিভে জল আনা আম ফলে। সারা দেশে তার চাহিদাও নেহাত কম নয়।
কিন্তু এবার শীত একটু বেশিদিনই রাজত্ব করছে উত্তরপ্রদেশে। ফলে আম চাষিদের মাথায় হাত পড়েছে। এখনও সেভাবে আম গাছে মুকুল ধরেনি। ফলে এবার আমের ফলন হতে বেশ দেরি হবে বলেই মনে করছেন তাঁরা।
চাহিদা মত আমের ফলনও হবে না। যেটুকু হবে তাও পাওয়া যাবে যে সময় আম পাড়া সম্ভব হয় তার অনেক পরে। অন্তত ২০ দিন পিছিয়ে বাজারে ঢুকবে এসব আম। তাও বাজার যে আমে ভেসে যাবে এমনটাও নয়।
আমের মুকুল ধরাটা নির্ভর করে পারদের ওপর। এবার শীত এতটাই বেশিদিন দাপট দেখিয়েছে যে আমের মুকুল ধরার জন্য সঠিক পারদ চড়েনি। যার জেরে মুকুল ধরেনি সময়ে। এখন যখন একটু একটু করে মুকুল ধরছে তাও কম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা