২ বছরের বিরতি শেষ, আবার ফিরছে হোলির ৬৮ বছরের প্রথা
৬৮ বছর আগে শুরু হয়েছিল এই বিশেষ প্রথা। যার অপেক্ষায় সারাবছর দিন গুনতেন মানুষজন। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় সেই প্রথা এবং অনুষ্ঠান ফের ফিরছে।
গত ২টি বছর সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতেও বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন মানুষজন। কত কিছুই তো জীবন থেকে মুছে গিয়েছিল। কোপ পড়েছিল বছরভর নানা উৎসবে। যে তালিকায় রংয়ের উৎসব হোলিও ছিল।
বসন্তের আকাশে বাতাসে রংয়ের ছোঁয়া লাগলেও মানুষের জীবনে হোলি কেটেছে বেরঙই। এবছরও যে সব আশঙ্কা কেটে গেছে এমনটা নয়। যেমন ওড়িশা ইতিমধ্যেই প্রকাশ্যে হোলি খেলায় নিষেধাজ্ঞা জারি করেছে। তেমনই আবার দেশের অন্য এক রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন ২ বছর ধরে বন্ধ থাকা এক উৎসব পালনের।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৬৮ বছর আগে শুরু হওয়া ওই প্রথা এবং শোভাযাত্রা বন্ধ ছিল গত ২ বছর। তবে এবার তা হচ্ছেনা। মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠান পালনে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। যা জানতে পেরে মেতে উঠেছেন ইন্দোরের বাসিন্দারা।
৬৮ বছর আগে এই ইন্দোর শহরে হোলির দিন শুরু হয়েছিল এক শোভাযাত্রা। রঙিন শোভাযাত্রা। নাম দেওয়া হয়েছিল ফাগ যাত্রা। স্থানীয়রা একে গেয়র নামেও ডেকে থাকেন।
এই উৎসবে শামিল হন সকলেই। রঙের সকালে আরও রঙিন হয়ে ওঠে আকাশ বাতাস। মানুষের গায়ে লাগার সঙ্গে সঙ্গে রঙিন হয়ে ওঠে মনও।
এই উৎসব পালনের জন্য ইন্দোরের মানুষজন এখন থেকেই কোমর বেঁধে তৈরি হচ্ছেন। ২ বছর বন্ধ থাকার পর ফের এই সুযোগ চুটিয়ে উপভোগ করতে চাইছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা