National

পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার ৬ মুন্না ভাই, ১ সার্কিট

সিনেমার পর্দায় মু্ন্নাভাই এমবিবিএস ভারতীয় চলচ্চিত্রে আলোড়ন তুলেছিল। সেখানে মুন্না ভাই ভুয়ো হলেও তাকে দেখানো হয়েছে এক সৎ মানুষ হিসাবে। বাস্তবে কিন্তু অন্য ৬ মুন্না ভাইয়ের সন্ধান মিলল।

‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমায় মুন্না ভাই ডাক্তারি পড়তে আসা ছাত্র আসলে ছিলনা। আদপে ছিল গুণ্ডা। তাকে নানা কাজে সাহায্য করত তার সাগরেদ সার্কিট। মজার মোড়কে কিন্তু মুন্না ভাই চরিত্রকে দিয়ে সমাজের সামনে একটা আয়না ধরেছিলেন পরিচালক। কিন্তু বাস্তবে একটা নয়, ৬ জন ‘মুন্না ভাই’-এর খোঁজ মিলল।

টাটা স্টিল সংস্থা হালে ঘোষণা করেছে যে তারা তাদের বয়স্ক কর্মচারিদের জায়গায় তাঁদেরই ছেলে, মেয়ে বা তাঁর ওপর নির্ভরশীলদের নিয়োগ করবে। এই ঘোষণার পর দেখা যায় সাড়ে ৭ হাজার আবেদন জমা পড়ে।


অগত্যা টাটা স্টিল সংস্থা একটি পরীক্ষার বন্দোবস্ত করে। সেই পরীক্ষায় ভাল ফল করতে পারলে তবেই মিলবে চাকরি। সে বাবা-মা যতই টাটা স্টিলে কাজ করুন।

এই পরীক্ষা হয় জামশেদপুরের ১৬টি কেন্দ্রে। এর মধ্যে সাকচি ও বিষ্টুপুর কেন্দ্র পরীক্ষায় বসা মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।


সাকচি থেকে ২ জন এবং বিষ্টুপুর থেকে ৪ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। এরা আসল পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিয়ে দিচ্ছিল বলে অভিযোগ।

এই ৬ ‘মুন্না ভাই’কে গ্রেফতার করার পর তাদের সাহায্যকারী এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। মোট ৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টাটা স্টিলের সেফটি ডিপার্টমেন্টের এক ম্যানেজারের অভিযোগক্রমে এদের সকলকে গ্রেফতার করা হয়। বাকি পরীক্ষা শান্তিতেই মিটেছে। এবার টাটা স্টিল সংস্থা বেছে নেবে তাদের তরুণ কর্মীদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button