রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাচ্ছেন এক মধ্যবয়সী মহিলা। বাঁচার আকুতি নিয়ে সকলের সাহায্য চাইছেন। কিন্তু প্রতিবেশিদের তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কোথায়! তাঁরা তখন ব্যস্ত মহিলার ভিডিও তুলতে।
বিভিন্ন অ্যাঙ্গেল ধরে প্যান, মহিলার আর্তনাদ থেকে তাঁর পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকা তাঁর ৩ সন্তানের ভয়ার্ত চোখমুখ, সেখান থেকে আবার প্যান। ভিডিওর যতটুকু জ্ঞান, ছবি সম্বন্ধে যেটুকু জানা, তার সবটুকু উজাড় করে তখন চলছে ভিডিও ফটোগ্রাফি। ফলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কারও হাতে নেই!
এদিকে মহিলার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। প্রায় আধঘণ্টা পড়ে থাকার পর অবশেষে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মহিলাকে বাঁচানো সম্ভব হয়েছে।
অভিযোগ গত শুক্রবার হরিয়ানার ঝিন্দ এলাকার বারোলি গ্রামের বাসিন্দা ৩ সন্তানের মা সঞ্জু সন্ধেয় বাড়ি ফিরলে তাঁর স্বামী নরেশ মত্ত অবস্থায় কুড়ুল নিয়ে তাঁর ওপর চড়াও হয়। ৩টে কোপও বসায়। স্ত্রীর পেটে, ঘাড়ে ও হাঁটুতে কোপ বসিয়ে তাঁকে মেরে ফেলার হুমকি দিতে দিতে পালায় নরেশ।
এদিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আশপাশের মানুষের কাছে অসহায়ভাবে সাহায্য ভিক্ষা করতে থাকেন সঞ্জু। অভিযোগ সে সময়ে প্রতিবেশিরা তাঁকে সাহায্য ভুলে পুরো ঘটনার ভিডিও মোবাইলে তুলতে ব্যস্ত ছিলেন।