National

এও এক উৎসব, শহরের সব টয়লেটে হানা দেবেন একদল স্বেচ্ছাসেবী

শহরের টয়লেটে টয়লেটে হানা দেবেন একদল স্বেচ্ছাসেবক। আর সেটা এক উৎসবের অঙ্গ হিসাবে। শুনতে একটু অবাক করা হলেও এটাই সত্যি।

অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব উৎসব। আগামী ২ এবং ৩ এপ্রিল আয়োজিত হবে যে আন্তর্জাতিক উৎসবের তার নামকরণ করা হয়েছে টয়লেট ফেস্টিভ্যাল।

আয়োজকরা জানিয়েছেন, এধরনের অনুষ্ঠানের উদ্যোগের মূল লক্ষ্য শৌচাগার সম্পর্কে অথবা শৌচাগারের কার্যকারিতা সম্পর্কে সচেতনতা তৈরি করা।


সূত্রের খবর, আয়োজকদের মধ্যে রয়েছে গ্রেটার চেন্নাই কর্পোরেশন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর ইনফ্রাস্ট্রাকচারাল হাইড্রোলিক ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, রিসাইকেল বিন, ডট প্রোডাক্টস সলিউশন এলএলপি-সহ একাধিক সংস্থা।

আয়োজকরা আরও জানিয়েছেন, টয়লেট ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত হবে টয়লেট এক্সপোও। এছাড়া এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে স্বেচ্ছাসেবীরা সংগ্রহ করবেন চেন্নাই শহরে জনসাধারণের ব্যবহারের জন্যে মোট কয়েকটি শৌচাগার রয়েছে সে সম্পর্কে তথ্য। এর পাশাপাশি ওই শৌচাগারগুলির গুণগত মানও খতিয়ে দেখা হবে।


সূত্রের খবর, টয়লেট ফেস্টিভ্যাল উপলক্ষে ফেলোশিপ দেওয়া হবে ২টি পর্যায়ে। প্রথম পর্যায়ে ৩০ জন ফেলোকে শৌচাগার সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া ১০ জন ফেলোশিপ প্রাপক আগামী মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত ৩ মাসের ফেলোশিপ পাবেন। জনসাধারণের ব্যবহারের শৌচাগারের পাশাপাশি এঁরা খতিয়ে দেখবেন চেন্নাই শহরের নিকাশি ব্যবস্থা।

আয়োজকদের তরফে আরও জানানো হয়েছে, যাঁরা ফেলোশিপ পাবেন তাঁরা নিকাশি ব্যবস্থা ও শৌচাগারগুলি কতটা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত তা খতিয়ে দেখার পাশাপাশি রক্ষণাবেক্ষণের বিষয়টিও খতিয়ে দেখবেন। বর্তমানে ফেস্টিভ্যাল যাতে সুসম্পন্ন হয় সেব্যাপারে প্রস্তুতি চলছে। তৈরি করা হচ্ছে একটি অ্যাপও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button