শুধু গরম নয়, কয়েক জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে ১৭ মার্চ থেকে দেশের দক্ষিণপ্রান্ত ছাড়া প্রায় সর্বত্রই পারদ চড়তে শুরু করবে। এবার তার সঙ্গে কয়েক জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাসও দিল তারা।
গরম বাড়ার পূর্বাভাস আগেই ছিল। এবার তার সঙ্গে যুক্ত হল তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, মরুরাজ্যে আগামী ২ দিনের মধ্যে শুরু হতে চলেছে তাপপ্রবাহ। আবহাওয়ার এই চরমপন্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, তাপপ্রবাহের জেরে বিপর্যয় চলবে মরুরাজ্যের বিভিন্ন এলাকায়। ফলে বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। তাপপ্রবাহের হাত থেকে বাঁচার জন্যে নিতে হবে নানান সতর্কতামূলক ব্যবস্থাও।
তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনায় সর্বাগ্রে রয়েছে পশ্চিম রাজস্থান। এই পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম রাজস্থানের যে এলাকাগুলিতে তাপপ্রবাহ চলবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বারমের এবং জয়সলমীর। ইতিমধ্যেই সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
রাজস্থানের আবহাওয়া দফতরের অধিকর্তা রাধেশ্যাম শর্মা সতর্ক করে বলেছেন, বারমের এবং জয়সলমীর ছাড়া রাজস্থানের অন্য জেলাগুলিও তাপপ্রবাহের শিকার হতে চলেছে।
রাজস্থানের পশ্চিমাংশে অবস্থিত বিস্তীর্ণ মরু এলাকা। বারমের, জয়সলমীর ছাড়াও রাজস্থানের পশ্চিমাংশের যোধপুর, জালোর জেলাতেও তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বিদায় নিয়েছে শীতকাল। শীতে প্রবল ঠান্ডার শিকার হয়েছিল রাজস্থান। অতীতের রেকর্ড ভেঙে পারদ ক্রমশ নিম্নমুখী হয়েছিল। এর জেরে স্বভাবতই শীতে ভোগান্তি বেড়েছিল রাজস্থানের বাসিন্দাদের। সেই ভোগান্তি এবার তাপপ্রবাহ হিসেবে দেখা দেবে।
খাতায় কলমে গ্রীষ্ম এখনও দেরি আছে। তার আগেই যা পরিস্থিতি তাতে এবার গ্রীষ্মে উত্তাপের পারদ নিয়ে ইতিমধ্যেই আতঙ্কিত দেশবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা