বারাণসীতে আরও একটি নতুন ঘাট, নাম হচ্ছে নমো ঘাট
বারাণসী শহরটির গা দিয়ে বয়ে গেছে গঙ্গা। সেই গঙ্গার ধার ধরে বারাণসী শহরেই রয়েছে ৮৪টি ঘাট। তৈরি হচ্ছে ৮৫ নম্বরটি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে উন্নয়নের কাজ অব্যাহত। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের নবনির্মিত করিডরের। যা ললিতা ঘাট থেকে সোজা মন্দির পর্যন্ত নিয়ে যাবে পুণ্যার্থীদের।
এদিকে বারাণসী বিখ্যাত তার গঙ্গার ধারের ঘাটের জন্যও। দশাশ্বমেধ ঘাটের কথা তো সকলের জানা। এছাড়াও সেখানে রয়েছে ৮৪টি ঘাট। যার প্রতিটির সঙ্গেই জড়িয়ে আছেন কোনও বিখ্যাত মানুষ বা কোনও ইতিহাস। এবার সেই বারাণসীতেই তৈরি হচ্ছে আরও একটি নতুন ঘাট। ৮৫ তম ঘাট। যার নামকরণ হচ্ছে নমো ঘাট।
২টি পর্যায়ে তৈরি হবে নমো ঘাট। নমো ঘাট বিস্তৃত থাকছে রাজঘাট থেকে শুরু করে শাহি নালা পর্যন্ত। ঘাট জুড়ে থাকছে বিনোদনের নানা ব্যবস্থাও।
এছাড়া আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা। যেমন, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা, ১ হাজার মানুষের সঙ্কুলান হতে পারে এমন ওপেন থিয়েটার, আধুনিক শৌচাগার প্রভৃতির ব্যবস্থা থাকবে ঘাটটিতে।
ডিভিশনাল কমিশনার দীপক আগরওয়াল বলেছেন, নমো ঘাটে নমস্তে স্ট্যাচুগুলি বসানোর সময়ে স্থানীয় বাসিন্দারাই নমো ঘাট নামকরণ করেছেন। এলাকার বাসিন্দাদের মুখে মুখে ওই নামকরণ জনপ্রিয় হয়। এরপরে নমো ঘাটই নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
যদিও অনেকের মতে, এই নামকরণের পিছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নমো নামে বিখ্যাত। তাঁর নাম ও পদবীর আদ্যক্ষর নিয়ে নমো শব্দটি এখন সকলের জানা।
বারাণসীর নমো ঘাট প্রকল্পটি ৭২ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে। প্রথম দফার কাজের জন্যে বরাদ্দ টাকার পরিমাণ ২১ কোটি। মোট ৪টি নমস্তে অথবা হাত জোড় করে নমস্কারের ভঙ্গিতে স্ট্যাচু থাকবে এখানে। সবচেয়ে লম্বা স্ট্যাচুটি ৭৫ ফুটের। এছাড়া অন্য ২টি স্ট্যাচু ২৫ ফুট লম্বা। আরেকটি স্ট্যাচু উচ্চতায় অন্যগুলির তুলনায় ছোট হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা