এমএলএ স্টিকার লাগানো গাড়ি বেসামাল হয়ে ফুটপাথে, মৃত ২ বছরের শিশু
মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বছরের এক শিশুর। মৃত শিশু পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্য। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
এক ২ বছরের শিশুকে পিষে দিল একটি গাড়ি। এমএলএ স্টিকার লাগানো একটি এসইউভি গাড়ি বেসামাল হয়ে ধাক্কা দেয় ফুটপাথে থাকা দোকানিদের এবং ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তিকে। দুর্ঘটনায় মারা গিয়েছে ২ বছরের এক শিশু। এছাড়া জখম আরও ৪ জন। তাঁদের চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, মাধাপুরের দিক থেকে ওই এসইউভিটি ছুটে এসে ধাক্কা মারে ফুটপাথে থাকা এক মহিলাকে। তাঁর কোলে ছিল ২ শিশু সন্তান।
গুরুতর আহত ২ মাসের সন্তানকে বাঁচানো যায়নি। চিকিৎসা চলছে ৩ মহিলা এবং জখম ১ বছরের শিশুর। ৩ জন মহিলাই বেলুন বিক্রেতা।
ঘটনার পর গাড়িটির চালক পলাতক। অন্যদিকে, এই দুর্ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে হায়দরাবাদে কাজ করতে এসেছিলেন।
পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছে দুর্ঘটনার সময় ওই গাড়িতে সওয়ার ছিলেন ১ জন। টিআরএস পার্টির এক বিধায়কের স্টিকার লাগানো ছিল ওই গাড়িতে। তবে ওই বিধায়ক সাফ জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাঁর কোনওরকম যোগ নেই।
পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ওই এসইউভিতে থাকা চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন কিনা তাও দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা