আর ঘরে ফেরা হল না, বন্য জন্তুতে খাওয়া দেহ উদ্ধার
বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন ৩২ বছরের এক ব্যক্তি। রাতে ফিরবেন বলেছিলেন। কিন্তু তা আর হল না। জঙ্গল থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ।
বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরা হল না এক ব্যক্তির। এল তাঁর ক্ষতবিক্ষত দেহ। সেটি কোনও বন্য জন্তুর খাওয়া অবস্থায়। ঘটনায় শোকার্ত পরিজনেরা।
মৃত ব্যক্তির নাম কাল্লু। বয়স ৩২ বছর। তিনি কানপুরের বাসিন্দা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনও বন্যপ্রাণির আক্রমণে তিনি প্রাণ হারিয়েছেন কানপুরের নিরালা নগর রেলওয়ে মাঠের জঙ্গল এলাকায়। তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহটি সেখানেই উদ্ধার করা হয়।
কাল্লুর দেহের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি ইটের টুকরো, একজোড়া চটি, একটি রুমাল। ইটের টুকরোয় রক্ত লেগেছিল বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ আধিকারিকদের সঙ্গে পৌঁছন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরাও। স্ত্রী সোনি সহ কাল্লুর ৩ সন্তান রয়েছে। শ্রমিক হিসাবে কাজ করে কোনওমতে সংসার চালাতেন তিনি।
ঘটনার দিন বাড়ি থেকে বেরোনোর সময় কাল্লু পরিবারের সদস্যদের বলে যান তাঁর ফিরতে রাত হবে। গভীর রাত পর্যন্ত তিনি না ফেরায় কাল্লুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হয়।
প্রথমে কেউ ফোন না ধরলেও পরে এক পুলিশকর্মী ফোনটি ধরেন। তিনি কাল্লুর স্ত্রীকে জানান, তাঁর স্বামীর মৃতদেহ পাওয়া গিয়েছে।
এখন কাল্লুকে কোনও বন্যপ্রাণিই হত্যা করেছে, নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যুর পর তাঁর দেহাংশ বন্যপ্রাণিতে খেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা