মাথায় গুলি করে নিজেকে শেষ করলেন এনএসজির হেড কনস্টেবল
মাথায় গুলি চালিয়ে নিজেকে শেষ করলেন ন্যাশনাল সিকিওরটি গার্ডের এক হেড কনস্টেবল। ঠিক কী কারণে এই কাণ্ড তিনি ঘটালেন তা স্পষ্ট নয়।
ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির ক্যাম্পাসে রক্ত ঝরল। এক হেড কনস্টেবল নিজের মাথায় গুলি করে নিজেকে শেষ করে দেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তবে কী কারণে ওই হেড কনস্টেবল এই ঘটনা ঘটালেন সে বিষয়টি স্পষ্ট নয়।
ওই হেড কনস্টেবল হাউস কিপিং বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি যে এই কাণ্ড করবেন সেটা আগেভাগে কেউই আঁচ করতে পারেননি। তিনি নিজেও কাউকে আঁচ করতে দেননি তিনি এমন এক সিদ্ধান্ত নিতে চলেছেন।
মৃত হেড কনস্টেবলের নাম বিক্রম। তাঁর বয়স ৩৫ বছর। হরিয়ানার বাসিন্দা তিনি। গুরুগ্রামে এনএসজির মানেসর ক্যাম্পাসে কর্মরত ছিলেন বিক্রম। এনএসজিতে বিক্রম কাজ করছেন ২০০৪ সাল থেকে।
বিক্রমের মৃত্যুর খবর পৌঁছে গিয়েছে তাঁর হরিয়ানার বাড়িতেও। খবর পাওয়ার পর তাঁর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। বিক্রমের গোটা পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া।
বিক্রম এমন কাণ্ড কেন ঘটালেন তা স্পষ্ট নয়। কোনও সুইসাইড নোট মেলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিক্রমের স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে উঠতে পারেননি তদন্তকারীরা। বিক্রমের নিজেকে শেষ করে দেওয়ার পিছনে সঠিক কারণ কী তা খুঁজে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা