রঙয়ের জায়গায় অ্যাসিড হামলার শিকার হয়ে মৃত্যু
রঙ খেলার নামে দুষ্কৃতি হামলার শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যু হল। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়ায়। বিক্ষোভের মুখে পড়ে পুলিশও।
হোলির দিন রঙ খেলাকে কেন্দ্র করে অশান্তির খবর ফি বছরই নজর কাড়ে। এবারও তার অন্যথা হল না। এবার হোলির দিনের রঙ খেলার অছিলায় অ্যাসিড হামলা চালাল দুষ্কৃতিরা।
একদল দুষ্কৃতি এক ব্যক্তিকে লক্ষ্য করে অ্যাসিড নিক্ষেপ করার পরে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছেন এক আধিকারিক।
এই ঘটনা বিহারের নালন্দা জেলার নাধা গ্রামের। পুলিশ জানিয়েছে, কেন ওই ব্যক্তিকে লক্ষ্য করে দুষ্কৃতিরা অ্যাসিড ছুঁড়ল সেটা এখনও সেটা স্পষ্ট জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা গেলেও কেউ পাকড়াও হয়নি।
ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ দেখে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত গ্রামবাসীরা পাথর ছুঁড়তে থাকেন।
সূত্রের খবর, মৃত ব্যক্তি ও দুষ্কৃতিরা একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর অভিযুক্তদের বাড়িতে হামলা চালান গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে রঙয়ের উৎসবে ছন্দপতন হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা