রঙ খেলাকে কেন্দ্র করে পরিবারে হাতাহাতি, পিটিয়ে হত্যা
পরিবারের মধ্যেই হচ্ছিল রঙ খেলা। তখনই ঘটে ঘটনাটি। পরিবারের সদস্যদের হাতেই প্রাণ হারালেন পরিবারের এক মধ্যবয়স্ক ব্যক্তি। রঙ খেলার আনন্দময় পরিবেশ বিষাদে পরিণত হল।
রঙ খেলাকে কেন্দ্রে করে নানা জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে। হোলির দিন এই একটি বিষয়কে কেন্দ্র করে অশান্তি ফি বছরের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রেই সেই বিবাদ হয় ভিন্ন গোষ্ঠী বা বন্ধুদের মধ্যে। তবে এই ঘটনা ঘটেছে পরিবারের মধ্যেই।
একই পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি বাঁধে রঙ খেলাকে কেন্দ্র করে। শুরু হয় হাতাহাতি। পরিবারের এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
৪৫ বছর বয়স্ক ওই ব্যক্তিকে হোলির দিন খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ অভিযুক্ত পলাতক। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের কানহাই গ্রামে।
ঘটনায় অভিযুক্তদের বয়স ১৯ থেকে ২৯ বছরের মধ্যে। তাদের নাম মিঠুন, বিবেক এবং আসিফ। এরা সকলেই মথুরার বাসিন্দা। তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশি জেরার মুখে অভিযুক্তরা জানিয়েছে মৌখিক বাকবিতণ্ডা থেকে মৃত রাজেন্দরের সঙ্গে গোলমালের সূত্রপাত। বিষয়টি হাতাহাতিতে গড়ালে অভিযুক্তরা রাজেন্দরের মুখে ও মাথায় ইট ও লাঠি দিয়ে আঘাত করে।
তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। পরিবারটি সাফাই কর্মীর কাজ করে থাকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পলাতকদের খোঁজ চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা