হোলি ঘিরে অশান্তি, ৩টি পৃথক ঘটনায় খুন ৩ জন
রঙ খেলাকে কেন্দ্র করে একাধিক অশান্তির ঘটনায় ৩ জনের মৃত্যু হল। যার জেরে ফিকে হয়েছে রঙিন উৎসবের আনন্দ।
রঙ খেলাকে কেন্দ্র করে দেশের নানা এলাকা থেকে অশান্তির খবর মিলেছে। বলা বাহুল্য, ওই ঘটনাগুলির জেরে উৎসবের ফিকে হয়েছে। হোলিকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৩টি ঘটনাই ঘটেছে লখনউতে।
খুন হয়েছেন স্থানীয় পুরসভায় সুপারভাইজার হিসেবে নিযুক্ত এক ব্যক্তি। নিহতের বয়স ৪০ বছর। তিনি বাড়িতে হোলি উদযাপনের সময় গান চালিয়ে আনন্দ করছিলেন। জোরে গান বাজানোর জন্য তাঁর এক প্রতিবেশি প্রথমে আপত্তি করেন।
তাতে কান দেননি ওই ৪০ বছরের ব্যক্তি। তিনি গানের শব্দ আস্তে করেননি। কাজ না হওয়ায় ওই প্রতিবেশি তাঁর কাছে থাকা পিস্তল বের করে গুলি করেন সুপারভাইজারকে। মৃতের নাম পাপ্পু সোনকার। অভিযুক্তের নাম রাল্লি সোনকার।
গোলমালের জেরে আরও ২ জন খুন হয়েছেন। এঁদের ১ জনের নাম দয়ারাম। বয়স ৩৫ বছর। দয়ারামকে মতবিরোধের জেরে যে ব্যক্তি খুন করেছে সে দয়ারামের সঙ্গে মদ্যপান করার পর খুনের ঘটনাটি ঘটায়।
মোহিত গুপ্তা নামে এক ব্যক্তিও খুন হন। তাঁর বয়স ২৯ বছর। মোহিত খুন হয়েছেন তাঁর প্রতিবেশি পঙ্কজ তিওয়ারির হাতে। হোলি খেলার সময় বাড়িতে জল ঢোকা নিয়ে গোলমাল। এর জেরে পঙ্কজ ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। তাতে গুরুতর জখম হয়ে প্রাণ হারান মোহিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা