ট্যাটু করার পদ্ধতি শেখানোর নামে ট্যাটু শিল্পীর কাণ্ড, পুলিশের কাছে তরুণী
ট্যাটু আঁকা শেখাবেন বলে কথা দিয়েছিলেন শিল্পী। কিন্তু তা কার্যত অছিলাই রয়ে গেল। পুলিশের কাছে গুরুতর অভিযোগ দায়ের করলেন এক তরুণী।
সম্প্রতি এক ট্যাটু শিল্পীর বিরুদ্ধে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ শোরগোল ফেলেছিল। নতুন করে অপর এক ট্যাটু শিল্পীর বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করলেন এক তরুণী। তাঁর অভিযোগ, দিনের পর দিন যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ঘটনায় অভিযুক্ত কুলদীপ কৃষ্ণ নামে এক ট্যাটু শিল্পী।
ঘটনাটি কেরালার মালাপ্পুরমের। ওই তরুণীও মালাপ্পুরমের বাসিন্দা। কোচি থানায় তিনি অভিযোগ জানিয়েছেন, কুলদীপের ট্যাটু স্টুডিওর সঙ্গে তিনি ২০২০ সালে যুক্ত হন। ট্যাটু আঁকা শেখাবে বলে কথা দিয়েছিল কুলদীপ। কিন্তু কার্যত বারংবার তাঁকে কুলদীপ যৌন নির্যাতন করেছে বলে ওই তরুণীর অভিযোগ।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ওই তরুণীর এও অভিযোগ, বিভিন্ন সময়ে হোটেলে নিয়ে গিয়ে তাঁকে যৌন নির্যাতন করার পাশাপাশি মোবাইলে সেসব রেকর্ড করে রেখে কুলদীপ তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল।
এতদিন পর্যন্ত প্রাণভয়ে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেননি। কয়েকদিন আগে কোচির অপর এক ট্যাটু শিল্পীর বিরুদ্ধে মহিলাদের প্রকাশ্যে মুখ খোলা তাঁকে বিষয়টি সামনে আনার ভরসা যুগিয়েছে।
কোচির এক ট্যাটু শিল্পীর বিরুদ্ধে সম্প্রতি ৬ জন মহিলা যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণীদের মধ্যে রয়েছেন এক বিদেশিনীও। এই ঘটনায় কোচির বাসিন্দা সুদীপ নামে ওই ট্যাটু শিল্পীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা