বাড়ি থেকে বেরিয়েও আইএসএলের ফাইনাল দেখা হল না ২ ফুটবলপ্রেমীর
ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল দেখতে কেরালা থেকে ফুটবলপ্রেমীদের একাংশ শনিবার থেকেই গোয়ায় হাজির হন। খেলা দেখতে বেরিয়ে মাঝপথে পথ দুর্ঘটনায় ঝরে গেল ২টি তাজা প্রাণ।
কেরালার মালাপ্পুরম জেলার ২ যুবক বাইকে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল দেখার জন্যে রওনা দিয়েছিলেন। কিন্তু গন্তব্য ছোঁয়া তাঁদের হল না। মাঠেও তাঁরা পৌঁছতে পারলেননা।
পুলিশ জানিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত ওই ২ ফুটবল অনুরাগীর নাম জামসির এবং মহম্মদ সাবির। পথে ২ জন যে বাইকে ছিলেন সেটিকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি প্রবল গতিতে থাকা মিনি লরি।
সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে পড়েন ২ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যায়নি। তার আগেই মৃত্যু হয় তাঁদের।
দুর্ঘটনাটি ঘটেছে কেরালার কাসারগোড জেলার উদুমাতে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ২ যুবক। ২ ফুটবলপ্রেমীর মৃত্যুতে ফুটবল অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পছন্দের দলের খেলা দেখতে বেরিয়ে এমন এক মৃত্যুতে অনেকেই শোকস্তব্ধ।
মালাপ্পুরম কেরালার ফুটবল রাজধানী হিসাবে পরিচিত। এখানকার বাসিন্দাদের মধ্যে অনেকেই প্রাণ দিয়ে ভালোবাসেন ফুটবলকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা