২৫টি পিস্তলসহ ধৃত গব্বর
গোয়েন্দাদের কাছে আগাম খবর ছিল। সেই সূত্রে গ্রেফতার করা হল গব্বরকে। উদ্ধার করা হয়েছে ২৫টি দেশি পিস্তল এবং কার্তুজ।
২৫টি দেশি পিস্তল এবং তাজা কার্তুজসহ এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল ক্রাইম ব্রাঞ্চ। একটি ব্যাগে করে ওই পিস্তল এবং কার্তুজ পাচার করার আগেই সে ধরা পড়ে গেল গোয়েন্দাদের কাছে আগাম খবর থাকায়।
দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ের পাঁচগাঁও থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয় অস্ত্র ভর্তি একটি ব্যাগসহ। গুরুগ্রাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা। নাম অভিষেক, ওরফে কালু, ওরফে গব্বর।
পুলিশ জানিয়েছে, গব্বর বেআইনি অস্ত্র উত্তরপ্রদেশের আলিগড় থেকে এনে তা সরবরাহ করতে যাচ্ছিল গুরুগ্রামে। তার আগেই সে ধরা পড়ে যাওয়ায় অস্ত্র পাচারের ছক ভেস্তে যায়।
মানেসর থানায় গব্বরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গুরুগ্রাম পুলিশের এক আধিকারিক জানিয়েছেন কার কাছ থেকে গব্বর এই অস্ত্র পেত তা তদন্ত করে দেখা হচ্ছে। এই তথ্য সামনে এলে বেআইনি অস্ত্র সরবরাহের এই কারবার বন্ধ করা সম্ভব হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা