মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য, বাজেয়াপ্ত প্রচুর মাদক
২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থান থেকে মাদক এনে তা পঞ্জাব ও দিল্লি এনসিআর এলাকায় বিক্রির ব্যবসা ফেঁদে বসেছিল একটি আন্তঃরাজ্য মাদক পাচার চক্র।
মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে মিলল সাফল্য। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পরিমাণ মাদক। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতের মধ্যে রয়েছে ২১ বছরের রোহন কুমার এবং ৪৭ বছরের কানোয়ার পাল। আন্তঃরাজ্য মাদক পাচারের সঙ্গে ধৃতেরা যুক্ত বলে পুলিশ জানিয়েছে।
মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ২ পাচারকারী পঞ্জাবে মাদক বিক্রির কারবারে জড়িত। ট্রাক চালকদের মাধ্যমে তারা মাদক সরবরাহ করত। ধৃত রোহন কুমারের কাছ থেকে ৫৮ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।
এই পাচার চক্রটি মাদক বিক্রি করত দিল্লি এনসিআর এলাকাতেও। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার রোহিত মীনা জানিয়েছেন রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে মাদক সংগ্রহ করে তা ছড়িয়ে দিত ধৃতেরা।
এদিন রোহন কুমার ও কানোয়ার পাল ওরফে বানিয়াকে গ্ৰেফতারের পরে পুলিশ হানা দেয় উত্তরপ্রদেশের সভাপুর গুজরান গ্রামের একটি ভাড়া বাড়িতে। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১৯৪ কেজি মাদক।
পুলিশ জানিয়েছে ধৃত রোহন কুমারকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে মাদক কারবারি কানোয়ার পালের হয়ে অর্থের বিনিময়ে কাজ করত সে। এর আগে মধ্যপ্রদেশে মাদক মামলায় গ্রেফতার হয়েছিল কানোয়ার পাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা