মোষকে কামড়াল কুকুর, আর মানুষজন ছুটলেন টিকা নিতে
এক মোষ ও তার শাবককে একটি কুকুর কামড়ে দেয়। যা জানার পরই ভীতি ছড়িয়ে পড়ে। গ্রামের সকলে সময় নষ্ট না করেই ছোটেন টিকা নিতে।
গ্রামে কুকুরটাকে অনেকেই দেখেছেন ঘুরে বেড়াতে। সে যে এমন একটা কাণ্ড ঘটাবে তা কেউ আন্দাজ করতে পারেননি। ওই গ্রামেরই একটি মোষ ও তার শাবককে কুকুরটি কোনও কারণে আচমকা কামড়ে দেয়। কুকুরটির কামড়ে মৃত্যু হয় ওই মোষ ও তার সন্তানের।
এ খবর গ্রামে ছড়াতে সময় নেয়নি। তারপরই ভীতি ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষজন সময় নষ্ট না করে ছোটেন হাসপাতালে। লক্ষ্য ছিল একটাই। যে ভাবে হোক ব়্যাবিস টিকা গ্রহণ করবেন তাঁরা। হাসপাতালে এক ব়্যাবিস টিকা নিতে লম্বা লাইন পড়ে যায়।
কেন এমন কাণ্ড করলেন গ্রামবাসীরা? গ্রামে আগের দিনই একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে রায়তা হয়েছিল। যা গ্রামের সকলেই খেয়েছিলেন।
রায়তা তৈরি করতে লাগে দই। আর সেই দই তৈরি হয়েছিল ওই মৃত মোষের দুধ থেকে। যে মোষটিকে তার আগেই কুকুর কামড়ে দিয়েছিল।
গ্রামের মানুষের ধারনা হয় কুকুর কামড় বসানোর পর মোষটির দেহে যে বিষক্রিয়া শুরু হয় তার প্রভাব তার দুধেও পড়েছে। আর সেই দুধ দিয়েই যখন দই করে রায়তা তৈরি করা হয়েছিল, তখন তাঁদের সকলের দেহেই ওই বিষ ঢুকে পড়েছে।
তাই এর কুপ্রভাব রুখতে যত দ্রুত সম্ভব গ্রামবাসী ব়্যাবিস টিকা গ্রহণে হুড়োহুড়ি লাগিয়ে দেন। সমস্যা হয় হাসপাতালে। ১ হাজারের ওপর মানুষ একসঙ্গে ব়্যাবিস টিকা নিতে আসায় যোগানের সমস্যা হয়।
অত টিকা হাসপাতালে ছিলনা। পরে গোয়ালিয়রের হাসপাতাল থেকে সাহায্য পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার একটি গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা