দিল্লি বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল কয়েকটা জীবন। সূত্রের খবর, ইন্ডিগোর একটি বিমান তখন মুম্বই উড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। যাত্রীরাও বিমানে উঠে যে যাঁর সিটে বসে পড়েছেন। ঠিক সেই সময়েই চণ্ডীগড় থেকে উড়ে আসা একটি স্পাইসজেটের বিমান ইন্ডিগোর বিমানটি যে বে-তে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়ানোর তোরজোড় করছিল। আচমকাই ইন্ডিগোর বিমানের ডান দিকের সামনের কাচের জানালা ভেঙে চুরমার হয়ে যায়। ইন্ডিগোর দাবি স্পাইসজেটের বিমানটির জেট ব্লাস্টের কারণেই এই দুর্ঘটনা ঘটে। জানালার পাশে বসা ৫ আহত যাত্রীকে দ্রুত এয়ারপোর্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সব যাত্রীকে নিয়েই গন্তব্যের উদ্দেশে উড়ে যায় বিমানটি। কিন্তু কী এই জেট ব্লাস্ট? কোনও বিমান ওড়ার আগে বা নামার পর বিমানের ইঞ্জিন খুব জোরে গরম হাওয়া ছাড়ে। যার দমকা বড় একটা হাল্কা হয়না। সেই ধাক্কাই এদিন ইন্ডিগোর জানালায় লাগে বলে অভিযোগ। যদিও স্পাইসজেটের দাবি, এটা এখনই বলা কঠিন যে বাইরের কোনও জিনিস নাকি জেট ব্লাস্টে ইন্ডিগোর জানালা ভেঙেছে। এটা তদন্ত সাপেক্ষ। ডিজিসিএ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।