সন্তান কোলে পথে পথে ঘুরেও লাভ হয়নি, রূপকথার মতই বদলাল তরুণীর জীবন
বাস্তব জীবনেও ঘটে যায় রূপকথা। করোনা একের পর এক মানুষের কাজ কেড়েছে। কিন্তু এক তরুণীর কাজ যাওয়াটাই তাঁর জীবন বদলে দিল।
করোনা বহু মানুষের কাজ কেড়ে নিয়েছে। করোনার ভয়ের চেয়েও তাঁদের কাছে বড় ভয় হয়ে দাঁড়িয়েছিল সংসার প্রতিপালনের অনিশ্চয়তা। এই তালিকায় শুধু পুরুষরাই নন, বহু মহিলাও ছিলেন।
এমনই এক তরুণী কাজ হারিয়ে সন্তান কোলে হাজির হন গ্রাম ছেড়ে শহরে। শহরে হয়ত একটা কাজ জুটে যাবে এমন এক আশা বুকে করেই পথে পথে ঘুরে বেরিয়েছিলেন তিনি।
২৫ বছর বয়স। কোলে ছোট্ট সন্তান। এক তরুণীর জীবনে এভাবে এক অজানা অচেনা শহরের রাস্তায় ঘুরে বেরিয়ে কাজের খোঁজ করা জীবনের কঠিনতম অধ্যায় হিসাবে সামনে এসেছিল। কিন্তু সেই লড়াই কাজে আসেনি। কোথাও কাজ জোটেনি তাঁর। অবশেষে তাঁকে একজন একটি বুদ্ধি দেন।
ওই ব্যক্তি তরুণী জাইনাব বেগমকে মাশরুম চাষের কথা বলেন। কিন্তু মাশরুম কীভাবে চাষ করে তার তো কিছুই জানা নেই! বিহারের পূর্ব চম্পারণ জেলার মোতিহারির বাসিন্দা জাইনাব সন্তানকে কোলে নিয়েই হাজির হন পাটনা ও মুজফ্ফরপুরে।
যে পাটনায় তিনি করোনার আগে এডুকেশনাল কনসালটেন্ট হিসাবে কাজ করতেন, সেই শহর তাঁকে কাজ দিতে পারেনি। অবশেষে ইউটিউব দেখে আর সমস্তিপুরের কৃষি বিশ্ববিদ্যালয়ে খোঁজখবর নিয়ে জাইনাব শুরু করেন মাশরুম চাষ।
পকেটে পয়সা প্রায় নেই। সেই অবস্থায় কোনওক্রমে ২ কেজি মিল্ক মাশরুমের বীজ কিনে ১০টি ব্যাগে তার চাষ শুরু করেন জাইনাব। সেই মাশরুম চাষ বাড়তে বাড়তে জাইনাব এখন ১ হাজারের ওপর ব্যাগে মাশরুম চাষ করছেন।
নারী শক্তির উত্থানে জাইনাবের এই কঠিন লড়াই এখন রূপকথার মত বদলে দিয়েছে তাঁর জীবন। তাঁর ব্যবসা এখন ছুটছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা