কল সেন্টারের অছিলায় ৩৫ লক্ষ টাকার প্রতারণা, ধৃত ৮
কারিগরি সহায়তা দেওয়ার ভুয়ো বিজ্ঞাপন দিয়ে বিদেশি নাগরিকদের সঙ্গে কয়েক লক্ষ টাকার প্রতারণা। পুলিশের জালে ভুয়ো কল সেন্টারের কুশীলবরা।
ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাইবার থানার পুলিশ ওই ভুয়ো আন্তর্জাতিক কল সেন্টারে হানা দেয়। প্রযুক্তিগত সহায়তার নামে প্রতারণা করা হচ্ছিল। ঘটনাটি দিল্লির। পুলিশ জানিয়েছে, ভুয়ো আন্তর্জাতিক কল সেন্টারটি জামিয়া নগরের ওখলা বিহারে চলছিল।
এই ভুয়ো আন্তর্জাতিক কল সেন্টার থেকে মার্কিন নাগরিকদের সঙ্গে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
যে সময় কল সেন্টারটিতে পুলিশ হানা দেয় তখন সেখানে ৬ জন টেলিফোনে বিদেশিদের সঙ্গে কথোপকথনরত ছিল। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলেও তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে, ভুয়ো গিফট কার্ডের মাধ্যমে টাকা আদায় করা হত। ইতিমধ্যে ৩৫ লক্ষ টাকা এরা প্রতারণা করেছে বলে আর্থিক লেনদেন খতিয়ে দেখে প্রমাণ মিলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা