National
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িকে ধাক্কা মারল সরকারি বাস, মৃত ৫
একটি সরকারি বাসের টায়ার ফেটে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গিয়ে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে। দুর্ঘটনায় মারা গিয়েছেন ৫ জন।
একটি সরকারি বাসের টায়ার ফেটে যাওয়ার ফলে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারার ফলে দুর্ঘটনাটি ঘটে।
সোমবার দুর্ঘটনাটি ঘটে তেলেঙ্গানার কামারেড্ডি জেলার ঘানপুর গ্রামের কাছে। উল্টোদিক থেকে আসা ওই গাড়িটিকে ধাক্কা মেরেছে তেলেঙ্গানা রাজ্য পরিবহণের একটি বাস।
বাসটি উল্টোদিক থেকে আসা গাড়িটিকে সজোরে ধাক্কা মারার ফলে গাড়িটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে। মৃত ৫ যাত্রীর মধ্যে ২ জন মহিলা ছাড়াও ১টি শিশু রয়েছে।
পুলিশ জানিয়েছে, গাড়িটিতে থাকা ৫ যাত্রীর মৃত্যুর পাশাপাশি এক শিশুও গুরুতর আহত হয়েছে। আহত ওই শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গাড়িটি করিমনগর যাচ্ছিল। মৃতেরা সকলেই নিজামাবাদ জেলার বাসিন্দা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা