
নাম না করে একে অপরকে খোঁচা দিলেন বলিউডের দুই মহারথী অনুপম খের ও নাসিরুদ্দিন শাহ। শুরুটা নাসিরুদ্দিনের হাত ধরে। বেশ কিছুদিন ধরেই কাশ্মীরী পণ্ডিতদের সমর্থনে গলা চড়াচ্ছেন অনুপম খের। এদিন দিল্লিতে তাঁর আগামী ছবি ওয়েটিং-এর প্রচারে আসেন নাসিরুদ্দিন শাহ। সেখানেই অনুপম খেরের নাম না করে তাঁকে কটাক্ষ করেন তিনি। নাসিরুদ্দিন বলেন, যিনি কোনওদিন কাশ্মীরেই থাকলেন না তিনিই কিনা এখন কাশ্মীরী পণ্ডিতদের সমর্থনে সুর চড়াচ্ছেন। যদিও নাসিরুদ্দিনের খোঁচা মুখবুজে সহ্য করেননি অনুপম। পাল্টা ট্যুইট করে অনুপম প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নাসিরুদ্দিনের দিকে। তবে নাম না করে। ট্যুইটে অনুপম জানিয়েছেন, তার অনাবাসী ভারতদের ভারতের জন্য কিছু ভাবার কোনও দরকারই নেই। এরপর আর কেউ কাউকে খোঁচা দিয়ে কোনও বক্তব্য পেশ করেননি। আপাতত দুজনেই দুজনের বক্তব্য পেশ করে শান্ত হয়েছেন।