গুলি করে খুন পায়চারিরত নেতা
রাতের খাওয়া সারার পর বাড়ির সামনের রাস্তায় পায়চারি করছিলেন। সেই খাওয়াই হল শেষ খাওয়া। দুষ্কৃতিদের গুলিতে প্রাণ হারালেন তিনি।
অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের গুলিতে খুন হলেন এক রাজনৈতিক দলের নেতা। নগর পরিষদেরও সহসভাপতি ছিলেন তিনি। মৃতের নাম দীপক কুমার মেহতা। রাতের খাওয়াদাওয়া সেরে বাড়ির সামনের রাস্তায় পায়চারি করছিলেন দীপক।
সেসময়ে বাইকে চেপে এসে দুষ্কৃতিরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। দীপকের মৃত্যু নিশ্চিত করতে ৫টি বুলেট খরচ করে দুষ্কৃতিরা। দীপককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
নিহত দীপক কুমার মেহতা বিহারের ক্ষমতাসীন জেডিইউ-এর নেতা ছিলেন। ঘটনাটি ঘটেছে পাটনার দানাপুরে। ঘটনার পর দানাপুরে গিয়ে দীপকের পরিজনদের সঙ্গে দেখা করেন জেডিইউ-এর সংসদীয় বোর্ডের সভাপতি উপেন্দ্র কুশওয়াহা। মৃতের পরিজনদের সন্দেহ, স্থানীয় এক সমাজবিরোধী এবং এক বিধায়ক এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত।
উপেন্দ্র কুশওয়াহার ঘনিষ্ঠ ছিলেন দীপক। ২০২০ সালে রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন তিনি। জেডিইউ ও আরএলএসপি মিলে যাওয়ার পর জেডিইউ-তে যোগ দেন দীপক। কী কারণে খুন হলেন দীপক তা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা