শতাধিক পথ কুকুরকে মারণ ইঞ্জেকশন প্রয়োগে হত্যা
প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হল শতাধিক পথ কুকুরকে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন সমাজকর্মী।
শতাধিক পথ কুকুরকে প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কুকুর ধরার জন্য পেশাদার ভাড়া করে নিয়ে এসে এরপর কুকুরগুলিকে মারণ ইঞ্জেকশন প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় গ্রাম প্রধান এবং গ্রাম সম্পাদক।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার থিগুল গ্রামে। শতাধিক পথ কুকুরকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে বলে দাবি করেছেন সমাজকর্মী গৌতম কুমার। তিনি সিদ্দিপেটের জেলাশাসক এবং পুলিশ কমিশনারের কাছে ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেছেন।
গ্রামে সম্প্রতি ৬ বছরের একটি পোষা কুকুরের মৃত্যু হয়। গৌতম কুমারের দাবি তিনি এই পোষ্যের মৃত্যুর খোঁজ নিতে গিয়ে জানতে পারেন পথ কুকুরগুলির সঙ্গে সেটিকেও বিষ দেওয়া হয়। স্থানীয় মানুষও কুকুরের এই গণহত্যার ঘটনাটি সম্বন্ধে অবহিত বলে দাবি গৌতমের।
গ্রামের একটি পুরনো কুয়োয় ফেলে দেওয়া হয় মৃত পথ কুকুরগুলির দেহ। গ্রামবাসীরা গৌতমকে জানিয়েছেন গত ৩ মাসে প্রায় ২০০ কুকুরের মৃত্যু হয়েছে।
গৌতমের দাবি, স্থানীয় থানা ঘটনায় অভিযুক্ত গ্রাম প্রধান ও তাঁর সহযোগী সম্পর্কে অভিযোগ নিতে অস্বীকার করলে তিনি বিষয়টি জেলাশাসক এবং পুলিশ কমিশনারকে জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা