টি পয়েন্টে পুলিশের পাতা ফাঁদে পা দিল ২ পাচারকারী
পুলিশের কাছে গোপন সূত্রে খবরটা ছিল। সেভাবেই ফাঁদ পাতা হয়েছিল আটঘাট বেঁধে। আর তাতেই কাজ হল। ফাঁদে পা দিল ২ পাচারকারী।
মাদক পাচার চক্রের ২ পাণ্ডাকে ফাঁদ পেতে গ্রেফতার করল পুলিশ। পুরো ঘটনাটিই ঘটল সিনেমার মত। তাদের কাছ থেকে যে মাদক উদ্ধার হয়েছে তার আন্তর্জাতিক বাজারে দাম ৪০ কোটি টাকা। ধৃত ২ মাদক পাচারকারী ৫৭ বছরের দীনেশ সিং এবং ২৮ বছরের নাজির ওরফে নাজিম।
দিল্লি পুলিশের একটি দল এই পাচারকারীদের পাকড়াও করে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসিপি জানিয়েছেন যে তাঁদের কাছে খবর ছিল একটি আন্তর্জাতিক মাদক পাচারচক্র ভারতে সক্রিয়।
মনিপুর, অসম, উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লিতে ওই চক্রটি জাল বিছিয়েছে। পুলিশ জানিয়েছে মায়ানমার থেকে হেরোইন আমদানি করা হত। এরপর তা দেশের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া হত।
পুলিশের কাছে খবর ছিল ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণ হেরোইন নিয়ে দিল্লিতে ঢুকছে ২ পাচারকারী দীনেশ ও নাজির। খবর পাওয়ার পরই পুলিশ দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে টি পয়েন্টে ফাঁদ পাতে। সেই ফাঁদে পা দেয় ২ পাচারকারী।
পুলিশের জাল তারা বুঝেই উঠতে পারেনি। ৩ কেজি হেরোইন ভর্তি ২টি ব্যাগ তাদের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এছাড়াও ওই মাদক পাচারকারীদের গাড়ির পিছনের সিটের তলায় লুকোনো একটি ৪ কেজি ওজনের হেরোইন ভর্তি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আরও কারা যুক্ত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা