নর্দমায় নেমে বিষাক্ত গ্যাসের শিকার ২
নর্দমা পরিস্কারের দরকার পড়ে। এজন্য ২ শ্রমিক নেমেছিলেন নিকাশি নালায়। জানা ছিলনা সেখানেই অপেক্ষা করছে এক মারণ গ্যাস।

নিকাশিপথ সাফ করতে নেমে বিষাক্ত গ্যাসে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মারা গিয়েছেন ২ জন শ্রমিক। ২ জন শ্রমিকের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়বরেলিতে। বিষাক্ত গ্যাসে ২ জন শ্রমিকের মর্মান্তিকভাবে মৃত্যু হওয়ায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে সহায়তা করার জন্যে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ভারতে প্রতিবছরই নিকাশি নালা কিংবা সেপটিক ট্যাঙ্ক সাফ করতে গিয়ে বেশ কিছু মানুষের মৃত্যু হয়। অনেক সময় সুরক্ষা ব্যবস্থা যেমন মাস্ক ইত্যাদি না থাকায় এ ধরনের দুর্ঘটনাগুলি ঘটছে। বারবার এমন ঘটনা ঘটে চললেও চিত্রটা বদলায়নি।
নিকাশি নালা সাফাইয়ের যেমন প্রয়োজন রয়েছে তেমনই প্রয়োজন রয়েছে যাঁরা সেই কাজে নামছেন তাঁদের উপযুক্ত সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু সেখানেই বছরের পর বছর ধরে থেকে যাচ্ছে প্রশাসনিক গাফিলতি। যার খেসারত প্রাণ দিয়ে দিতে হচ্ছে মানুষকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা