১ টাকার কয়েন দিয়ে দামি বাইক কিনলেন যুবক
১ টাকার কয়েন দিয়ে নিজের পছন্দের বাইক ঘরে নিয়ে এলেন এক যুবক। তাঁর এই আজব ক্রয়ের কাহিনি এখন মুখে মুখে ঘুরছে।
বাইকটা তাঁর অনেক দিন ধরেই পছন্দ। কিন্তু দাম নেহাত কম নয়। তাঁর পছন্দের বাইকের দাম ২ লক্ষ ৬০ হাজার টাকা। আড়াই লক্ষ টাকার ওপর দামের বাইক কেনার স্বপ্ন যুবকের বহু দিনের। সেজন্য টাকাও জমান তিনি। তারপর হাজির হন এক শোরুমে।
সেখানে সাজানো রয়েছে তাঁর পছন্দের বাইকটি। যুবক এরপর সোজা হাজির হন ওই শোরুমের ম্যানেজারের কাছে। কিন্তু যেভাবে দাম মেটানোর প্রস্তাব ওই যুবক দেন তা মেনে নিতে পারেননি ম্যানেজার। শুনেই না করে দেন।
কিন্তু যুবকও নাছোড়। তাঁর পছন্দের বাইক তিনি ঘরে নিয়ে যাবেনই। অনেক করে বোঝানো শুরু করেন তিনি। অবশেষে রাজি করিয়েই ছাড়েন ম্যানেজারকে।
ম্যানেজার রাজি। তাই দ্রুত বাড়ি ফিরে কয়েকজন বন্ধুকে ডেকে পাঠান ওই যুবক। বন্ধুরা এসে চমকে যান। ওই যুবক তাঁর সামনে ১ টাকার কয়েনের ঢিবি নিয়ে বসে আছেন।
যুবকের দাবি, ৩ বছর ধরে ওই কয়েন জমিয়েছেন তিনি। ওই ১ টাকার কয়েনে মিটে যাবে বাইকের ২ লক্ষ ৬০ হাজার টাকা দাম!
বন্ধুদের সাহায্য নিয়ে তামিলনাড়ুর সালেমের বাসিন্দা ২৯ বছরের ভি ভূপতি ওই কয়েন একাধিক বস্তায় পুরে ফেলেন। তারপর সেসব বস্তা বোঝাই করা হয় একটি মাটাডোরে।
সেই মাটাডোর নিয়ে ভূপতি হাজির হন ওই বাইকের শোরুমে। শোরুমের মেঝেতেই চাদর পেতে তার ওপর একটি ২ চাকার ঠেলা গাড়িতে করে এনে ঢালা হয় সব কয়েন।
শো রুমের কর্মচারি এবং ভূপতির বন্ধুরা মিলে ১০ ঘণ্টা ধরে চলে কয়েন গোনা। ভূপতি শোরুমের ম্যানেজারকে এও আশ্বাস দেন যে তাঁর যদি ব্যাঙ্কে ওই কয়েন নিয়ে কোনও সমস্যা হয় তাহলে ভূপতি সেই সমস্যা মেটাবেন।
অবশেষে তাঁর ইচ্ছারই জয় হয়। ভূপতি তাঁর পছন্দের বাইকের চাবি হাতে পান। বাড়ি ফিরে পুজো করান বাইকটির। তারপর চেপে বসেন স্বপ্নের বাইকের সিটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা