National

সমুদ্রের ধার থেকে পর্যটনকে সরিয়ে নিতে কোমর বেঁধে নামছে গোয়া সরকার

গোয়ার মূল আকর্ষণই তার সমুদ্র ধারের পর্যটন। সেখান থেকেই পর্যটনকে সরিয়ে নিয়ে যেতে মরিয়া হয়ে উঠল গোয়া সরকার। কেন এমন ভাবনা তাও পরিস্কার করেছেন মুখ্যমন্ত্রী।

শুধু দেশ নয়, বিদেশি পর্যটকদের ভিড়ও সারা বছর লেগে থাকে সমুদ্রের ধারের সোনালি বালুকাতটের টানে। এটাই গোয়ার প্রধান আকর্ষণ।

গোয়া বললেই মানুষের চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের ধার। গোয়ার সেই আদি অনন্ত পর্যটন আকর্ষণ থেকেই পর্যটকদের সরিয়ে নিয়ে আসতে চাইছে গোয়া সরকার।


গোয়ায় বিজেপি ফের ক্ষমতায় ফিরেছে। ফের মুখ্যমন্ত্রী হয়েছেন প্রমোদ সাওয়ান্ত। ক্ষমতায় ফিরে বাজেট অধিবেশনে তিনি এবার যা বললেন তা গোটা দেশকেই অবাক করেছে। গোয়ার মুখ্যমন্ত্রী চাইছেন গোয়ার সমুদ্রতীরের পর্যটনকে সরিয়ে গোয়ার গ্রামে পৌঁছে দিতে।

গোয়ায় যে জঙ্গলে ঘেরা গ্রামগুলি রয়েছে, পশ্চিম ঘাট পর্বতমালার সৌন্দর্য রয়েছে, সেখানে এবার পর্যটনকে ছড়িয়ে দিতে মরিয়া মুখ্যমন্ত্রী।


গোয়ার মুখ্যমন্ত্রী চাইছেন সেখানে ইকো ট্যুরিজমকে আরও উন্নত করে তুলতে। গোয়ার জঙ্গলঘেরা অংশে পর্যটন আকর্ষণকে পৌঁছে দিতে। যার পাখির চোখ হল গোয়ায় কর্মসংস্থান বৃদ্ধি করা।

গ্রামগুলিতে পর্যটকদের যাতায়াত শুরু হলে সেখানকার স্থানীয় মানুষের রোজগার বাড়বে। এখন গোয়ায় পর্যটন থেকে প্রচুর অর্থ আসে। কিন্তু তা পুরোটাই নির্ভর করে থাকে সমুদ্র পারের পর্যটনের ওপর।

ফলে সীমিত সংখ্যক মানুষ তা থেকে উপকৃত হন। পুরো গোয়া নয়। এবার গ্রামে গ্রামে ইকো ট্যুরিজমের হাত ধরে পর্যটকরা পৌঁছে গেলে গোয়ার একটা বড় অংশ জুড়েই পর্যটনের নতুন দিশা উন্মুক্ত হবে। যা আখেরে রাজ্যের অর্থনীতিকে যেমন চাঙ্গা করবে, তেমনই অনেক মানুষের রোজগার বেড়ে যাবে। এজন্য মডেল গ্রামও তৈরি করতে চলেছে গোয়া সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button