হাজার টাকা তোলা দিতে না চাওয়ায় ব্যবসায়ীকে দোকানের মধ্যেই গুলি
দোকানে ঢুকে তোলা চাওয়ার ঘটনা আগেও দেখা গেছে। এমন একদল দুষ্কৃতি ১ হাজার টাকা চেয়েছিল এক ব্যবসায়ীর কাছে। দিতে না চাওয়ায় গুলি চালায় তারা।
দুষ্কৃতিরা তোলা আদায়ের জন্যে বাইকে চেপে বাজারের একটি দোকানে এসেছিল। দুষ্কৃতিদের দাবি ১ হাজার টাকা তোলা দিতে হবে। কিন্তু দোকানি ২০০ টাকার বেশি দিতে রাজি নন। এর জেরে দুষ্কৃতিদের গুলিতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। আহত ২ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে চেপে আসা ৪ দুষ্কৃতি স্থানীয় ব্যবসায়ী প্রদীপ বাঙলার দোকানে এসে তোলা বাবদ ১ হাজার টাকা দাবি করে। এর জেরে খুনের ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যবসায়ীর ছেলে গোলু জানিয়েছেন তাঁর বাবা তখন পুজো করছিলেন। তাঁরা ২০০ টাকার বেশি দিতে পারবেন না বলে জানানোর পরেই দুষ্কৃতিদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রদীপ। এরপর দুষ্কৃতিরা প্রদীপকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
প্রদীপ বাঙলাকে বাঁচাতে গিয়ে তাঁর ছেলে এবং আরও ১ জন আহত হয়েছেন। আহত ২ জনকে পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে পাটনার মাজারহাট্টা হোলসেল মার্কেটে।
দুষ্কৃতিরা ৭ রাউন্ডের বেশি গুলি চালায়। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানিরা দোকানের ঝাঁপ বন্ধ করে দেন। এই সুযোগে বিনা বাধায় এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
দিনেদুপুরে এভাবে প্রবীণ এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। ক্ষুব্ধ ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা