টাকা ছিনিয়ে নিতে প্রকাশ্য রাজপথে জোড়া হামলা
২ জায়গায় আলাদা হামলার ঘটনা শহরকে চমকে দিয়েছে। ১৫ লক্ষ এবং ১২ লক্ষ টাকা ছিনিয়ে নিতে ওত পেতে থাকা দুষ্কৃতিরা ঝাঁপিয়ে পড়ে।
অর্থকে কেন্দ্র করে অনর্থ। ছিনতাইয়ের ২টি পৃথক ঘটনায় মোট ২৭ লক্ষ টাকা দুষ্কৃতিরা ছিনিয়ে নিয়ে গেল। ২টি পৃথক বেসরকারি সংস্থার ২ জন ক্যাশিয়ারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে টাকা।
বেলা ১টা নাগাদ বেসরকারি একটি সংস্থার ক্যাশিয়ার জটাশঙ্কর চৌধুরি ব্যাঙ্কে ১২ লক্ষ টাকা জমা করতে যাচ্ছিলেন। সেই সময় দুষ্কৃতিরা তাঁর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দিতে গিয়ে এক দুষ্কৃতির গুলিতে খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙ্গা জেলার ফ্রেন্ডস কলোনিতে। ঘটনার পর দুষ্কৃতিরা সমস্তিপুর জেলার দিকে পালিয়ে যায়।
অন্য একটি বেসরকারি সংস্থার ক্যাশিয়ার উপেন্দ্র সিং বুধবার ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা জমা দিতে যাওয়ার সময় তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় সশস্ত্র দুষ্কৃতিরা। বন্দুক দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে রোহতাস জেলার মোফুসিল থানা এলাকায়।
ব্যাঙ্কের বাইরে বাইকে অপেক্ষায় ছিল দুষ্কৃতিরা। উপেন্দ্র সিং হাজির হলে বন্দুক দেখিয়ে তাঁর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
ব্যাঙ্ককর্মীদের ধর্মঘটের জেরে ২ দিন টানা ব্যাঙ্ক বন্ধ থাকার ফলে ব্যবসায়ীরা ব্যাঙ্কে টাকা জমা করতে পারেননি। এরপর বুধবার ব্যাঙ্ক খুলতে টাকা ব্যাঙ্কে জমা করতে ভিড় জমে ব্যাঙ্কগুলিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা