মধ্যরাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত ২২টি বাড়ি
মধ্যরাতে একটি বাড়িতে শর্টসার্কিট হয়ে বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবার। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ৪ জন।
মধ্যরাতের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল ২২টি বাড়ি। আগুন নেভাতে গিয়ে আহত হন ১ দমকলকর্মী। এছাড়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শ্রীনগরের নূরবাগে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লেগে তা দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৩৩টি পরিবার।
রাত ১টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৬টি ইঞ্জিন। আগুনে কালো ধোঁয়ায় ঢেকে গেলেও ততক্ষণে বাড়িগুলির ঘুমন্ত বাসিন্দারা ঘরের বাইরে বেরিয়ে পড়ায় প্রাণে রক্ষা পান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দমকলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শর্টসার্কিট হয়ে ওই এলাকার একটি বাড়িতে আগুন লাগার পরে সেই আগুন হুহু করে গ্রাস করে আশপাশের বাড়িগুলিকে।
রাতে ঘুমে আচ্ছন্ন থাকলেও আগুন লাগার পর চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় সকলের। পরিবার নিয়ে সকলে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে আসেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা