National

সমুদ্রতটে শত শত বিরল প্রজাতির কচ্ছপের দেহ, জোড়া কারণে মৃত্যু

উপকূলবর্তী এলাকার গ্রামগুলিতে ভেসে আসছে অলিভ রিডলে প্রজাতির শত শত মৃত কচ্ছপ। এদের মৃত্যুর কারণ ২টি। যা নিয়ে সতর্ক করেও ফল হচ্ছেনা।

কয়েকশো অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে। উপকূলবর্তী এলাকার গ্রামগুলিতে গত কয়েকদিন ধরে ভেসে আসছে মৃত ওই কচ্ছপগুলি। এলাকার মৎস্যজীবীরা জানিয়েছেন মৃত এক একটি কচ্ছপের ওজন ৫০ কেজি।

ব্যাপক হারে অলিভ রিডলে প্রজাতির কচ্ছপের মৃত্যুর এই ঘটনা অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার। বন দফতর জানিয়েছে কচ্ছপগুলির মৃত্যু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্লাস্টিকের জালে পড়ে কিংবা যান্ত্রিক মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খেয়ে।


জালে আটকে পড়া কচ্ছপগুলি জাল থেকে বেরোতে গিয়ে আহত হচ্ছে। এছাড়া যন্ত্রচালিত নৌকাগুলি থেকে মৎস্যজীবীরা সমুদ্রে প্লাস্টিকের জাল ফেলায় তাতে আটকে পড়ে আহত হচ্ছে কচ্ছপ। এর জেরে শত শত অলিভ রিডলে টার্টলের মৃত্যু হচ্ছে।

প্রতিবছরই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে এই বিরল প্রজাতির তালিকাভুক্ত অলিভ রিডলে কচ্ছপ হাজির হয়। এরা আসে হাজার হাজার কিলোমিটার জল পার করে।


জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশ থেকে এরা হাজির হয় ভারতের পূর্ব উপকূলে। এত পরিশ্রম করে এখানে আসার কারণ একটাই, এখানে তারা বাসা বানিয়ে ডিম পাড়ে।

তারা যাতে নিশ্চিন্তে ডিম পাড়তে পারে, সেজন্য সব বন্দোবস্তও করে বন দফতর। কিন্তু উপকূলের কাছে প্লাস্টিকের জালে জড়িয়ে বা যন্ত্রচালিত নৌকায় ধাক্কা খেয়ে অনেক কচ্ছপের প্রাণ যায়।

সমুদ্রেই মৃত্যুর পর তাদের দেহ ভেসে আসে বলির তটে। এবছরও তার অন্যথা হল না। শত শত কচ্ছপের দেহ একের পর এক ভেসে এল সমুদ্রতটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button