১২০ বছরে মাত্র ১২ বার এমন মার্চ কাটিয়েছে রাজধানী
মার্চ মাস সবে শেষ হয়েছে। এমন এক মার্চ মাস রাজধানীতে ১২০ বছরে মাত্র ১২ বার এসেছে। যার একটি এল ২০২২ সালে।
মার্চ তো প্রতিবছরই আসে। কিন্তু রাজধানীর ইতিহাসে ১২০ বছরের মধ্যে মাত্র ১২ বারই এমন এক মার্চ মাস ফিরল। আর হালফিলের তথ্য বলছে মাঝে ৪ বছর এমন মার্চ না পেলেও ৪ বছর আগেই এমন একটা মার্চ কাটিয়ে এসেছেন শহরবাসী।
অবশ্যই এখানে প্রশ্ন উঠে আসে দেশের রাজধানী এবার এমন কি মার্চ মাস কাটাল? আবহাওয়া দফতর বলছে সবে শেষ হওয়া মার্চ মাসে শহর এক ফোঁটাও বৃষ্টি পায়নি।
মার্চ মাসে দিল্লিতে এক ফোঁটাও বৃষ্টি হয়নি এমনটা ৪ বছর আগে একবার হয়েছিল। তারপর হল চলতি বছরে। ২০১৮ সালেরও মার্চ মাসে দিল্লি ছিল বৃষ্টিহীন।
আবার আবহাওয়া দফতরের খতিয়ান বলছে গত ১২০ বছরের মধ্যে দিল্লিতে এমন মার্চ মাস এসেছে মাত্র ১২ বার। ১২০ বছরে ১০৮ বছরই মার্চে বৃষ্টি পেয়েছে দিল্লি।
খতিয়ান বলছে মার্চে গড়ে দিল্লিতে বৃষ্টি হয় ১৫.৯ মিলিমিটারের মত। এবার সেটা শূন্য। বৃষ্টি না হওয়া পাশাপাশি মার্চ মাসে দিল্লিতে এবার প্রবল গরমও পড়েছে। যেহেতু রাজস্থানে তাপপ্রবাহ হচ্ছে, তার জের এসে পড়েছে দিল্লির ওপরও।
সবে শেষ হওয়া মার্চে দিল্লির পারদ উঠেছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। মার্চ মাসে দিল্লিতে গরমের সর্বকালীন রেকর্ড রয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড হয়েছিল ১৯৪৫ সালের ৩১ মার্চ। ফলে এবার গরমও প্রবল, বৃষ্টিও নেই, এমন এক মার্চ কাটালেন দিল্লিবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা