National

উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী

উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে গোপালকৃষ্ণ গান্ধী তাদের প্রথম পছন্দ। মঙ্গলবার পার্লামেন্টে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে কংগ্রেসের নেতৃত্বে ১৮ দলের বৈঠকে এমনই প্রস্তাব দেয় তৃণমূল। সেই প্রস্তাব গৃহীতও হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি, তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন। বৈঠকে জেডিইউ-র প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করছে নীতীশ কুমারের দল। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা হয়তো বিরোধী প্রার্থীকেই সমর্থন দিতে চলেছে। অন্তত এদিনের বৈঠকে উপস্থিত থেকে তারা এমনই কিছু প্রমাণ করার চেষ্টা করল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। এদিনের বৈঠকে সর্বসম্মতিক্রমে গোপালকৃষ্ণ গান্ধীর নাম বিরোধী প্রার্থী হিসাবে ঘোষণা করা হল বলেও জানিয়ে দেন সনিয়া গান্ধী। গোপালকৃষ্ণ গান্ধীকে প্রার্থী করাকে সমর্থন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে জানান, গোপালকৃষ্ণ গান্ধীর বিশ্বাসযোগ্যতাই তাঁর সম্পদ।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button