আগুন ঢালছে সূর্য, ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে অফিস গেলেন প্রৌঢ়
বদলি করা হয়েছিল তাঁকে। যেখানে কাজ করছিলেন সেখান থেকে ৩০০ কিলোমিটার দূরে। ট্রেন বা বাসে যেতেই পারতেন। কিন্তু গেলেন সাইকেলে।
তাঁকে বদলি করা হয়েছে অন্যত্র। অন্য পদ, অন্য অফিস। সেখানে যোগ দিতেও বলা হয় তাঁকে। অনায়াসেই তিনি সেখানে গাড়িতে, ট্রেনে বা বাসে পৌঁছতে পারতেন। কিন্তু গেলেন সাইকেলে।
তাও শীতের সময় হলে একটা কথা ছিল। এখন এই প্রবল গরমে তিনি ১৭ ঘণ্টা সফর করলেন। যার মধ্যে ১২ ঘণ্টাই সাইকেল চালালেন সূর্যের প্রখর তেজ মাথায় করে।
আর এভাবেই তিনি ২৯৭ কিলোমিটার দূরে তাঁর নতুন অফিসে পৌঁছলেন। কিন্তু এই গরমে সাইকেলে কেন? অবশ্যই এর পিছনে রয়েছে অন্য কারণ।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। পুনে থেকে নানাসাহেব লাদকতকে বদলি করা হয় কোলাপুরে। বন আধিকারিক পদে কর্মরত নানাসাহেবকে ফিল্ড ডিরেক্টর পদে বদলি করা হয় কোলাপুরের সহ্যাদ্রি টাইগার রিজার্ভ-এ।
পুনে থেকে নতুন পদের দায়িত্ব নিতে যাত্রা শুরু করেন নানাসাহেব। ৫৯ বছরের নানাসাহেব সাইকেল চালাতে পছন্দ করেন ঠিকই, তবে দিনে ৬০ কিলোমিটারের বেশি কখনও চালাননি।
এক্ষেত্রে নানাসাহেব স্থির করলেন ১ দিনেই পৌঁছবেন কোলাপুর। তবে চ্যালেঞ্জ অনেক। শুধু প্রবল গরম বলেই নয়, পাহাড়ি পথ অতিক্রম করতে হবে তাঁকে।
রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলার বিভিন্ন জায়গা হয়ে ২টি পাহাড় পার করে সাইকেল এগোতে থাকে। মাথায় তখন সূর্য আগুন ঢালছে। তবে এই প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে ১৭ ঘণ্টায় কোলাপুর পৌঁছে যান নানাসাহেব।
নানাসাহেব জানিয়েছেন, বন সংরক্ষণ ও বন্য পশুদের নিশ্চিন্তে বাঁচতে দেওয়ার বার্তা নিয়েই তিনি সাইকেলে এই পথ অতিক্রম করলেন।