ওগুলো কি ভিন গ্রহের যানের অংশ, নাকি অন্য কিছু, তদন্তে নামতে পারে ইসরো
গ্রামের ওপর আছড়ে পড়া ২টি টুকরো নিয়ে উৎসাহের পারদ চড়ছে। কি ওগুলো সেটাই এখনও পরিস্কার নয়। কি তা খুঁজে পেতে তদন্তে নামতে পারে ইসরো।
গত রবিবার সন্ধেয় আকাশে এক উজ্জ্বল আলোর ঝলক দেখা যায়। মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের বিভিন্ন অংশ থেকে আকাশে ওই উজ্জ্বল আলোর ছুটে আসা নজর কাড়ে। তৈরি হয় কৌতূহল।
তারপরই জানা যায় সন্ধেয় মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার পবনপুর থেকে পাওয়া যায় একটি সিলিন্ডারের মত জিনিস। যা আকারে ১২ থেকে ১৮ ইঞ্চির।
সেইসঙ্গে লাধবোরি গ্রাম থেকে উদ্ধার হয় ধাতব একটি গোলাকার পাত। গ্রামবাসীরাই সেগুলি দেখতে পান। যা আকাশ থেকেই নেমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রশ্ন ওঠে সেগুলো কি!
এখানে অনেক তত্ত্ব সামনে উঠে আসে। কারও মতে সেগুলো ভিন গ্রহের যানের অংশ, কারও মতে সেগুলো কোনও রকেট বুস্টারের অংশ। যে রকেট উৎক্ষেপণের পর ধ্বংস হয়ে যায়। তারই ধ্বংসাবশেষ তীব্র আলোর ঝলকানি নিয়ে আকাশের বুক চিরে আছড়ে পড়েছে চন্দ্রপুরে।
এমনকি অনেকে মনে করছেন ওগুলো চিনা রকেটের অংশ। অন্য ভাষায় ওগুলোর ওপর কিছু লেখা আছে বলেও দেখেন গ্রামবাসীরা। কিন্তু ওগুলো ঠিক কি তা জানতে চন্দ্রপুরের জেলাশাসক ইসরোর কাছে চিঠি লেখেন। তাদের বিষয়টি তদন্ত করার অনুরোধ জানান।
যদিও ইসরোর তরফে বিষয়টি নিয়ে তদন্তের সম্বন্ধে কিছু জানানো হয়নি। তবে অন্ধকার আকাশে যে তীব্র আলোর ঝলকানি নজর কেড়েছে তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বেড়েই চলেছে। অনেকে আবার ওই আলোকে উল্কা বলেও মনে করছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা