দেশের সিংহভাগ পুড়ছে, ভিজছে কেবল ভূগোলের পাতার বিখ্যাত স্থান
চৈত্রেই দেশের একটা বড় অংশে গরম তার প্রবল তাণ্ডব শুরু করেছে। মানুষ গরমে নাজেহাল। এরমধ্যেই আবার ভিজে একসা হচ্ছে একটি স্থান।
গরমে পুড়ছে দেশের একটা বড় অংশ। সবচেয়ে শোচনীয় অবস্থা রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশের। তারপরই পুড়ছে দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশের একাংশ।
এমনকি হিমাচল প্রদেশ, বিহার বা পশ্চিমবঙ্গেও প্রবল গরম। তুলনায় কম হলেও দেশের বাকি অংশেও পারদ চড়ছে। বৃষ্টি এখন দেশজুড়েই এক দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে।
বৃষ্টি কিন্তু হচ্ছে। এত হচ্ছে যে থামতেই চাইছে না। এত বৃষ্টি হচ্ছে যে রেকর্ড তৈরি হচ্ছে। আর তা হচ্ছে ভূগোলে পড়া সেই বিখ্যাত স্থানে।
ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের চেরাপুঞ্জি, মৌসিনরামে। এমন তথ্য ভূগোলের পাতায় প্রায় সকলেই পড়েছেন। সেই চেরাপুঞ্জিতে বৃষ্টি ভয়ংকর রূপ নিয়েছে।
১৯৯০ সালের পর এই প্রথম এপ্রিলের ১টি দিনে সবচেয়ে বেশি বৃষ্টি পেয়েছে চেরাপুঞ্জি। যদিও এখনও এপ্রিল পুরোটাই প্রায় পড়ে আছে। এপ্রিলের শেষে গিয়ে সঠিক রেকর্ড বোঝা যাবে।
তবে এপ্রিলের শুরুতেই প্রবল বৃষ্টিতে নাজেহাল চেরাপুঞ্জি। গত মঙ্গলবার চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে ৪৩৪ মিলিমিটার। রেকর্ড বলছে এপ্রিল মাসের কোনও একটা দিনে সবচেয়ে বেশি বৃষ্টি চেরাপুঞ্জিতে রেকর্ড হয়েছিল ১৯৯০ সালে।
১৯৯০ সালের ১৬ এপ্রিল ৬৪৪ মিলিমিটার বৃষ্টি হয় সেখানে। তারপর সবচেয়ে বেশি বৃষ্টি এপ্রিলে হয় ২০১৬ সালের ২৪ এপ্রিল। ওইদিন বৃষ্টি হয় ৪২০ মিলিমিটার। তাকে ছাপিয়ে গত মঙ্গলবার বৃষ্টি হয়েছে ৪৩৪ মিলিমিটার।
চেরাপুঞ্জির পাশাপাশি মৌসিনরামেও তুমুল বৃষ্টি হচ্ছে। এপ্রিলের ১ তারিখ থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে চেরাপুঞ্জি ও মৌসিনরামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা